images

খেলা / ফুটবল

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় লাফ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৪:৪২ পিএম

images

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী ফুটবলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। ফিফার সদ্য প্রকাশিত নারী র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশের মেয়েরা। মার্চে ১৩৩ নম্বরে থাকা লাল-সবুজের মেয়েরা ৫ ধাপ এগিয়ে এখন ১২৮তম স্থানে চলে এসেছে।  

গত মে মাসে জর্ডানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে বাংলাদেশের মেয়েরা। র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা এই দুই দলের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১০৯৯.৩৬ (আগে ছিল ১০৯২), যা র‌্যাঙ্কিংয়ে উন্নতির পথে বড় ভূমিকা রেখেছে।

আগামী ৭ আগস্ট পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা। এর আগে মিয়ানমারে এশিয়ান নারী বাছাই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ওই আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হলে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়া কাপে খেলার সুযোগ পাবে তারা—যা আরও বড় র‌্যাঙ্কিং উন্নতির পথ খুলে দেবে।

আরও পড়ুন
rasheed_khan

ক্রিকেট থেকে বিরতি নিলেন রশিদ খান

বর্তমান নারী র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড। মিশর সর্বোচ্চ ৭ ধাপ এগিয়েছে, আরব আমিরাত সবচেয়ে বেশি ৫ ধাপ পিছিয়েছে।

আরটিভি/এসকে