images

খেলা / ক্রিকেট

সিরিজ শুরুর আগেই দেশে ফিরে আসছেন গম্ভীর

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৪:৩৪ পিএম

images

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই দেশে ফিরে আসতে হচ্ছে। জানা যায় পারিবারিক জরুরি কারণে সে দেশে ফিরে আসছে। তার মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হওয়ায় গম্ভীর লন্ডন থেকে শুক্রবার নয়াদিল্লি রওনা হচ্ছেন। 

বিসিসিআইয়ের অনুমতি নিয়ে তিনি দেশে ফিরছেন এবং আশা করা হচ্ছে, ১৭ জুনের মধ্যে তিনি আবার দলের সঙ্গে ইংল্যান্ডে যোগ দেবেন। তবে এই কারণে প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে থাকছেন না গম্ভীর।

আরও পড়ুন
NETHERLANDS

ওয়ানডেতে বিশ্বরেকর্ড গড়ল নেদারল্যান্ডস

২০ জুন হেডিংলেতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। কোহলি-রোহিত যুগের পর এটি ভারতের প্রথম বড় সিরিজ, এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেরও সূচনা। ফলে সিরিজটি গম্ভীর ও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরটিভি/এসকে/এআর