images

খেলা / ফুটবল

ডাকাতি মামলায় ভিসা বাতিল, ক্লাব বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন ডিফেন্ডারের

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৯:২৯ এএম

images

রাত পোহালেই মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপ। তবে টুর্নামেন্টে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স। ভিসা জটিলতার কারণে বিমানে উঠতে পারেননি আর্জেন্টাইন ডিফেন্ডার আয়রটন কস্তা।

গত রোববার মায়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোকা জুনিয়র্সের মূল দল। তখন কস্তা ভিসা প্রক্রিয়ার কারণে দলের সঙ্গে যেতে পারেননি। এরপর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় কস্তা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। 

যদিও আয়রটন কস্তার ভিসা বাতিলের পেছনের কারণ নিয়ে বোকা জুনিয়র্স ক্লাব কিংবা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ও’লে জানিয়েছে, ২০১৮ সালে আর্জেন্টিনার বেরনাল এলাকায় একটি ডাকাতি মামলায় অভিযুক্ত হয়েছিলেন কস্তা। অতীতের সেই ঘটনা তার ভিসা না পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। 

কস্তার জায়গায় এখন রক্ষণ সামলাতে দেখা যেতে পারে অভিজ্ঞ মার্কোস রোহোকে। চলতি বছরের জানুয়ারিতে বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন তিনি। 

আরটিভি/এসআর