images

খেলা / ফুটবল

অফসাইড নিয়মে পরিবর্তন

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৮:৪৩ পিএম

images

সুইডেনের তৃতীয় বিভাগের ক্লাব টর্নস আইএফ ফুটবলের ইতিহাসে অনন্য নজির গড়েছে। অফসাইড নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে তাদের দুই বছরের অনড় দাবির কারণে।   

আগে নিয়ম অনুযায়ী, বল প্রথম স্পর্শ করার সময়ই অফসাইড নির্ধারিত হতো। ফলে কেউ বল থামিয়ে পরে পাস করলে, অফসাইড ফাঁকি দেওয়া যেত। এই অসঙ্গতি তুলে ধরে টর্নস আইএফ।

আইএফএবি শেষ পর্যন্ত ত্রুটি স্বীকার করে নিয়ম সংশোধন করেছে। এখন যদি খেলোয়াড় বল থামিয়ে পরে পাস করেন, অফসাইড ধরা হবে সেই মুহূর্তেও। অর্থাৎ যেকোনো দেরি করে দেওয়া পাসেও অফসাইড চেক হবে।

আইএফএবির টেকনিক্যাল ডিরেক্টর ডেভিড এলেরি ক্লাবটির অধ্যবসায়ের প্রশংসা করেছেন। টর্নসের খেলোয়াড় টিম নিলসেন বলছেন, ভিএআর যতই সময় নিক, নিয়মের স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন
CLUB_WORLDCUP_FOOTBALL

ক্লাব বিশ্বকাপ ২০২৫: শিরোপার দৌড়ে কোন দল কত খরচ করল

এখন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগসহ সব বড় লিগে এই পরিবর্তন কার্যকর হবে। ছোট এক ক্লাবের দৃঢ়তা যে বিশ্ব ফুটবলের নিয়ম পাল্টে দিতে পারে, টর্নস আইএফ তার উজ্জ্বল উদাহরণ।

আরটিভি/এসকে-টি