images

খেলা / ফুটবল

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর বড় সিদ্ধান্ত নিলেন ওয়ার্নার

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৯:০৯ পিএম

images

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ডেভিড ওয়ার্নার তার ভ্রমণ নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সাথে তিনি জানিয়েছেন, আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না।  

দুর্ঘটনায় ২৭৪ জনের প্রাণহানির মধ্যে ২৪২ জনই বিমানে ছিলেন। ওয়ার্নারকে যথেষ্ট নাড়া দিয়েছে এই ঘটনাটি। নিজের ইনস্টাগ্রামে বিমানের অভ্যন্তরের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, আমি আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করব না। এটা আমার ওদের সঙ্গে শেষ সাক্ষাৎ।

আইপিএলে খেলার সুবাদে তিনি বহুবার এয়ার ইন্ডিয়ায় ভ্রমণ করেছেন। ফলে এই সিদ্ধান্ত তার ভবিষ্যৎ ভারত সফরের ওপরও প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন
offside

অফসাইড নিয়মে পরিবর্তন

এই দুর্ঘটনার পর ভারতের বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। ওয়ার্নারের মতো একজন আন্তর্জাতিক তারকার প্রকাশে মন্তব্য বিষয়টিকে আরও গুরুত্বের কেন্দ্রে নিয়ে এসেছে।

আরটিভি/এসকে-টি