images

খেলা / ফুটবল

ক্লাব বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

শনিবার, ১৪ জুন ২০২৫ , ১১:১০ পিএম

images

ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মিশরের ক্লাব আল আহলি ও মেসির ইন্টার মায়ামি। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে দুই দল। উপমহাদেশের ভক্তদের জন্য কিছুটা হতাশার খবর হলো, ম্যাচটি কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে না। অনলাইনে দেখা যাবে ব্রিটিশ ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএন (DAZN)-এ, যেটির জন্য নির্দিষ্ট ফি দিয়ে সাবস্ক্রাইব করতে হবে।

এ ছাড়া কিছু জনপ্রিয় অ্যাপে বিনামূল্যে বা সহজ সাবস্ক্রিপশনে খেলা দেখা যাবে। যেমন- স্পোর্টজফাই (Sportsfy), অল ফুটবল এইচডি (All Football HD), ক্রীড়া টিভি (Kriratv)। ফলে বাংলাদেশি ফুটবলপ্রেমীরা ঘরে বসেই অ্যাপে লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টি করে দল। ইন্টার মায়ামির সঙ্গে গ্রুপ ‘এ’–তে রয়েছে আল-আহলি, ব্রাজিলের পালমেইরাস ও পর্তুগালের পোর্তো।

২০ জুন পোর্তো এবং ২৪ জুন পালমেইরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে হাভিয়ের মাশ্চেরানোর দল।

আরও পড়ুন
SOUTH_AFRICA

যত টাকা পেল বিশ্বচ্যাম্পিয়ন দ. আফ্রিকা, বাংলাদেশ কত 

গ্রুপপর্বে প্রতি গ্রুপের সেরা দু’দল নকআউট পর্বে উঠবে। আগামী ১৩ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে  টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে