রোববার, ১৫ জুন ২০২৫ , ০৫:৫৯ পিএম
আল-আহলি ও ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রে পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। উদ্বোধনী ম্যাচে গোল শূন্য ড্র করেছে মেসিরা। আজ রাতে পিএসজির বিপক্ষে মাঠে নামবে অ্যাথলেটিক মাদ্রিদ।
এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনলাইনে বিনামূল্যে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা। www.dazn.com —এই ওয়েবসাইটে বিনা মূল্যে দেখা যাবে সব ম্যাচ। অ্যাপ স্টোর থেকে ডিএজেডএন অ্যাপ নামিয়েও দেখা যাবে খেলা।
এখানে ক্লিক করেও সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে খেলা দেখতে পারবেন।
২৭ জুন গ্রুপপর্ব শেষ হওয়ার পর দুই দিন বাদ দিয়ে ২৯ জুন থেকে শুরু হবে শেষ ষোলোর ম্যাচ। যা চলবে ২ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল চলবে ৫ ও ৬ জুলাই। দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১০ জুলাই। আর ১৪ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
বিশ্বকাপের ৮ গ্রুপে ৩২ দল
গ্রুপ এ: ইন্টার মায়ামি, আল আহলি, এফসি পোর্তো ও এসই পালমেইরাস।
গ্রুপ বি: পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোতাফোগো ও সিয়াটেল সাউন্ডার্স।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স ও এসএল বেনফিকা।
গ্রুপ ডি: চেলসি, ফ্ল্যামেঙ্গো, এস্পেরেন্স ডি তিউনিস ও এলএএফসি।
গ্রুপ ই: ইন্টার মিলান, রিভার প্লেট, সিএফ মন্টেরে ও উরাওয়া রেড ডায়মন্ডস।
গ্রুপ এফ: বরুশিয়া ডর্টমুন্ড, ফ্লুমিনেন্স, উলসান এইচডি ও মামেলোডি সানডাউনস।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, আল আইন এফসি ও ওয়াইদাদ এসি।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, সিএফ পাচুকা ও এফসি সালজবার্গ।
আরটিভি/এসআর