images

খেলা / ক্রিকেট

কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু, নড়েচড়ে বসেছে বিসিসিআই

রোববার, ১৫ জুন ২০২৫ , ০৭:০০ পিএম

images

দীর্ঘ ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে আইপিএলে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে কারণে বুনো উল্লাসে মেতে ওঠে আরসিবি সমর্থকরা। আর এতেই প্রাণ হারিয়েছেন ১১ জন সমর্থক। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শনিবার (১৪ জুন) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল। সেখানে ভবিষ্যতে শিরোপা উদযাপন নিয়ে নির্দেশনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। 

বেঙ্গালুরুর শিরোপা জয়ের প্যারেডে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন সমর্থক, আহত হয়েছেন অর্ধশতাধিক। এই ঘটনা পর্যাবেক্ষণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে বোর্ড।

AFP__20250604__499F9CQ__v1__HighRes__IndiaCricketAccident

বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া রয়েছেন কমিটির প্রধান হিসেবে। তার সঙ্গে থাকবেন সহসভাপতি রাজীব শুক্ল এবং কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া। আগামী ১৫ দিনের মধ্যে নির্দেশিকা তৈরি করবে এই কমিটি।

AFP__20250605__49BJ7NP__v2__HighRes__IndiaCricketAccidentIpl

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, বেঙ্গালুরুতে জয় উৎসবে যে ঘটনা ঘটেছে, তাতে অ্যাপেক্স কাউন্সিল একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করা হবে।

উল্লেখ্য, আইপিএলের ১৮তম আসরের ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোহলি-রজতরা।

আরটিভি/এসআর -টি