সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৫:৩০ পিএম
আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা।
সোমবার (১৬ জুন) নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ নারী দল। এরপর দলটি ভারতে উড়ে যাবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলতে।
২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। আর ৭ অক্টোবর গুয়াহাটিতে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ তাদের শেষ ম্যাচটি খেলবে ভারতের বিপক্ষে। ২৬ অক্টোবর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে।
রাউন্ড-রবিন পদ্ধতিতে এই বিশ্বকাপের প্রথম পর্বে চার ভেন্যুতে সাতটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে বিশাখাপত্তনমেই জ্যোতিদের রয়েছে তিন ম্যাচ। এই ভেন্যুতে ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে বাঘিনিদের।
বাংলদেশের ম্যাচের সূচি:
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় |
২ অক্টোবর | পাকিস্তান | কলম্বো | বিকেল ৩:৩০ মিনিট |
৭ অক্টোবর | ইংল্যান্ড | গুয়াহাটি | বিকেল ৩:৩০ মিনিট |
১০ অক্টোবর | নিউজিল্যান্ড | বিশাখাপত্তনম | বিকেল ৩:৩০ মিনিট |
১৩ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা | বিশাখাপত্তনম | বিকেল ৩:৩০ মিনিট |
১৬ অক্টোবর | অস্ট্রেলিয়া | বিশাখাপত্তনম | বিকেল ৩:৩০ মিনিট |
২০ অক্টোবর | শ্রীলঙ্কা | কলম্বো | বিকেল ৩:৩০ মিনিট |
২৬ অক্টোবর | ভারত | বেঙ্গালুরু | বিকেল ৩:৩০ মিনিট |
আরটিভি/এসআর