images

খেলা / ক্রিকেট

১৩ বছর বয়সে ৩২৭ রান, আলোচনায় অয়ন রাজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৮:২৪ এএম

images

আইপিএলে ঝলক দেখিয়ে আলোচনায় এসেছিলেন বৈভব সূর্যবংশী। এবার নজরে তার ছোটবেলার বন্ধু অয়ন রাজ। মাত্র ১৩ বছর বয়সেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন বিহারের এই কিশোর।

মুজাফফরপুর জেলা ক্রিকেট লিগে সংস্কৃতি ক্রিকেট একাডেমির হয়ে খেলতে নেমে ৩০ ওভারের ম্যাচে ১৩৪ বলে অপরাজিত ৩২৭ রানের বিস্ময়কর ইনিংস খেলেছে অয়ন। তার ইনিংসে ছিল ৪১টি চার ও ২২টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২০০-এরও বেশি।

অয়ন জানিয়েছে, আইপিএল তারকা বৈভব সূর্যবংশী তার অনুপ্রেরণা। তিনি বলেন, প্রতিবার বৈভব ভাইয়ের সঙ্গে কথা বললে একধরনের শক্তি পাই। 

ছোটবেলা থেকে একসঙ্গে খেললেও এখন বৈভব আইপিএলে, আর অয়ন নিজেও সেই পথেই এগিয়ে যেতে চায়। অয়নের বাবা একসময় নিজেও ক্রিকেটার ছিলেন। জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ না হলেও, এবার সেই স্বপ্ন বাস্তবায়নের আশায় ছেলের দিকে তাকিয়ে আছেন তিনি।

আরও পড়ুন
RTV_SPORTS

বাংলাদেশের ম্যাচসহ  টিভিতে আজকের খেলা

এই ইনিংসের পর থেকেই অয়নের নাম ছড়িয়ে পড়ছে ভারতজুড়ে। ভবিষ্যতের তারকা হিসেবে অনেকে ইতোমধ্যে নজর রাখছেন তার ওপর।

আরটিভি/এসকে -টি