images

খেলা / ক্রিকেট

আমিনুলের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন তিন জনপ্রিয় মুখ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৯:০৬ পিএম

images

কয়েকদিন আগেই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়েই বড় কিছু করার আশা জাগিয়েছিলেন তিনি। সেই লক্ষ্যে নিজের উপদেষ্টা হিসেবে তিনজনকে নিয়োগ দিয়েছেন আমিনুল। 

বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। তিনজন হলেন, সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদী। 

ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে আবিদ হোসেন সামিকে। তিনি একজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচও খেলেছেন। স্থানীয় পর্যায়ে কোচিংয়েও দেখা গেছে তাকে।

আর পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন তিনি।

এ ছাড়াও প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে। 

আরটিভি/এসআর -টি