images

খেলা / ফুটবল

পাচুকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত জয়

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১১:১৭ এএম

images

ক্লাব বিশ্বকাপে ১০ জনের দল নিয়েও শক্তিশালী প্রতিপক্ষ পাচুকার বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নর্থ ক্যারোলাইনার শার্লটে রোববার ‘এইচ’ গ্রুপের ম্যাচে এ জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচটি ছিল কোচ জাবি আলোনসোর অধীনে রিয়ালের দ্বিতীয় ম্যাচ আর এই ম্যাচ দিয়েই তিনি পেলেন রিয়ালের কোচ হিসেবে প্রথম জয়।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল। সপ্তম মিনিটে সালোমন রনডোনকে পেছন থেকে টেনে ফেলে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিও। ফলে প্রায় পুরো ম্যাচই ১০ জনের দলে খেলতে হয় লস ব্লাঙ্কোসদের।

তবুও খেলার ধারা ঘুরিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া। একের পর এক দুর্দান্ত সেইভে ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি। ক্লাব বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ১০টি সেইভ করেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

রিয়ালের হয়ে গোলের সূচনা করেন জ্যুড বেলিংহাম (৩৫ মিনিট)। এরপর আর্দা গুলের (৪২ মিনিট) ও ফেদেরিকো ভালভার্দে (৭০ মিনিট) করেন দুটি দারুণ গোল। পাচুকার হয়ে ৮০ মিনিটে একটি সান্ত্বনাসূচক গোল করেন এলিয়াস মন্তিয়েল।

এই জয়ের মাধ্যমে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেড বুল সালসবুর্গ, যারা একটি ম্যাচ খেলেছে। তৃতীয় স্থানে রয়েছে আল হিলাল (১ পয়েন্ট, ১ ম্যাচ)। দুটি ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে পাচুকার।

আরও পড়ুন
SAURAV

ভারতীয় দলের কোচ হতে চান সৌরভ

এ ম্যাচে এমবাপ্পে না থাকলেও রিয়ালের তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স এবং কর্তোয়ার দৃঢ় উপস্থিতি জানান দিল, কঠিন সময়েও জয় তুলে নেওয়ার মানসিকতা এখনো আছে লস ব্লাঙ্কোসদের ভিতরে।

আরটিভি/এসকে