মো.সাঈদুর রহমান
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ১২:২৬ পিএম
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ঐতিহাসিক একটি দিন হলো ‘২৬ জুন’। কারণ আজ থেকে ২৫ বছর আগে এই দিনেই আইসিসি থেকে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। তাই টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তী উপলক্ষ্যে গত ২১ জুন থেকে সারাদেশে বর্ণাঢ্য আয়োজন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ জুন) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের প্রথম টেস্ট দলের সদস্যদেরকে সাথে নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিসিবি।
তার আগে আসুন জেনে নিই বাংলাদেশের ক্রিকেট যাত্রা ও টেস্ট স্ট্যাটাস পাওয়ার ইতিহাস
১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে সূচনা হয় বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্তের। মালয়েশিয়া অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তৎকালীন ক্রিকেটের পরাশক্তি কেনিয়াকে পরাজিত করে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ।
এর ঠিক দুই বছর পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করে লাল-সবুজেরা। প্রথমবার অংশ নিয়েই পরাক্রমশালী পাকিস্তান ও পরীক্ষিত স্কটল্যান্ডকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন আকরাম খান-খালেদ মাহমুদ সুজনরা।
এরপরের বছর অর্থাৎ ২০০০ সালে ২৬ জুন ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটের আঙিনায় ক্রিকেট পা রাখে বাংলাদেশ। কিন্তু টেস্ট যে ধৈর্য্যর খেলা তা হাড়েহাড়ে টের পেয়েছিলেন এনামুলহক জুনিয়ররা। কারণ, সাদা পোশাকে প্রথম জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছিল প্রায় ৫টি বছর এবং ৩৪ ম্যাচ।
২০০৫ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ২২৬ রানে জয় পায় টাইগাররা। এটি ছিল বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। ৬ উইকেট নিয়ে সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন জুনিয়র। পরের ম্যাচ ড্র হলে ১-০ ব্যবধানে প্রথম টেস্ট সিরিজ ঘরে তোলে বাংলাদেশ।
আরটিভি/এসআর