শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৫:১৯ পিএম
গোলস্কোরিং মেশিন হিসেবেই পরিচিত আর্লিং হালান্ড। এবার সেই খ্যাতিকে আরও উজ্জ্বল করলেন এক রেকর্ড গড়ে। মাত্র ২৪ বছর বয়সে পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার।
বৃহস্পতিবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর ম্যাচে জুভেন্টাসকে ৫-২ গোলে হারায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন হালান্ড এবং সাত মিনিটের মাথায় গোল করে নিজের ক্যারিয়ারের ৩০০তম গোলটি করেন।
এই গোলের মাধ্যমে তিনি ভেঙেছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের রেকর্ড। যেখানে রোনালদোর ৩০০ গোল করতে লেগেছিল ৫৫৪টি, মেসির ৪১৮টি এবং এমবাপ্পের ৪০৯টি ম্যাচ, সেখানে হালান্ড এটি করেছেন মাত্র ৩০৭ ম্যাচে।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হালান্ডের গোল বিবরণ:
ম্যান সিটি: ১২৩ গোল
ডর্টমুন্ড, সালজবুর্গ ও মোল্ডে মিলিয়ে: ১৪৭ গোল
নরওয়ে জাতীয় দল: ৩০ গোল
সব মিলিয়ে মাত্র ৩৭০টি ম্যাচে ৩০০ গোল করে হালান্ড নিজের নাম তুলেছেন ফুটবল ইতিহাসের দ্রুততম গোলসংখ্যা অর্জনকারীদের তালিকার শীর্ষে। ম্যাচ শেষে হালান্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন,আমি শুধু বলবো, অভিনন্দন। ২৪ বছর বয়সে ৩০০ গোল অভূতপূর্ব। আমি গোলদাতাদের খুব শ্রদ্ধা করি। আমি আলিংয়ের জন্য খুব খুশি। তার গোলের জন্য এবং ছোট জায়গায়ও সক্রিয় থাকার জন্য। অসাধারণ পারফরম্যান্স।
জুভেন্টাসের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয় পেয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষ দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে ম্যানচেস্টার সিটি। আগামী সোমবার (৩০ জুন) তারা মুখোমুখি হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ আরবি সালজবুর্গের।
আরটিভি/এসকে/এআর