images

খেলা / ক্রিকেট

বিসিবি-ইংল্যান্ড প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র

শনিবার, ১৫ অক্টোবর ২০১৬ , ০৭:২৯ পিএম

images

ইংল্যান্ড একাদশের বিপক্ষে দু’দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বিসিবি একাদশ।

বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা না হওয়ায় দ্বিতীয় দিন তা ৪৫ ওভার নির্ধারণ করা হয়। প্রথম ইনিংসে ব্যাট করে ৪ উইকেটে ১৩৭ রান তোলে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে রিটায়ার্ড আউট হন বেন ডাকেট। এছাড়া হাসিব হামিদ ১৬, জো রুট ২ ও মঈন আলী আউট হন ২৪ রান করে।

বিসিবি একাদশের হয়ে ৩টি উইকেটই তুলে নেন সাব্বির রহমান।

জবাবে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বিসিবি একাদশ। উদ্বোধনী জুটিতে শাহরিয়ার নাফিজ ৫১ ও সৌম্য সরকার ৩৩ করে অন্য ব্যাটসম্যানদের সুযোগ দিতে রিটায়ার্ড আউট হন। এরপর সাব্বির ৩০ ও শূন্য রানে মোসাদ্দেক আউট হলেও ১৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন নাজমুল হোসেন শান্ত।

ইংল্যান্ড একাদশের হয়ে গ্যারেথ বেটি নেন ২ উইকেট।  

ডিএইচ