images

খেলা / ক্রিকেট

দ্যুতি ছড়াচ্ছেন মিরাজ

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬ , ০১:৫৫ পিএম

images

নিজের অভিষেক টেস্টে বোলিংয়ে দ্যুতি ছড়াচ্ছেন উদীয়মান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন ইংলিশ টপঅর্ডারের ৪ ব্যাটসম্যান। এর মধ্যে ৩ উইকেটই তুলে নিয়েছেন মেহেদী।

এর আগে সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। উজ্জ্বল পরিবেশ ব্যাটিং উপযোগী হবে ভেবেই এ সিদ্ধান্ত নেন তিনি। তবে তার সিদ্ধান্তকে অযৌক্তিক করে তোলেন বাংলাদেশের স্পিনাররা।

ইংলিশ দূর্গে প্রথম আঘান হানেন অভিষিক্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৯.৫ ওভারে তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বেন ডাকেট (১৪)। এর পরেই ইংল্যান্ড অধিনায়ককে সাজঘরের পথ দেখান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১০.২ ওভারে তার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই কুকের (৪) উইকেটটি তুলে নেন সাকিব। এ অবস্থায় ইংলিশ শিবিরে ফের আঘাত হানেন মেহেদী হাসান। ১১.৬ ওভারে তার বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন গ্যারি ব্যালান্স।

এরপর ক্রিজে আসেন ইংলিশদের অভিজ্ঞ অলরাউন্ডার মঈল আলী। তাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন একপ্রান্ত আগলে রাখা দুর্দান্ত ফর্মে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান জো রুট। তবে সেই প্রতিরোধ ভেঙে দেন জ্বলতে থাকা মেহেদী হাসান মিরাজ। ২৯.২ ওভারে তার বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রুট (৪০)। এরই সঙ্গে চাপে পড়ে ইংল্যান্ড।

ডিএইচ