images

খেলা / ফুটবল

নাপোলির ডাগআউটে আনচেলত্তি

শুক্রবার, ২৫ মে ২০১৮ , ১২:৩৭ পিএম

images

দীর্ঘদিন ধরেই চাকরিহীন হয়ে বসেছিলেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। অবশেষে চাকরি খুঁজে পেলেন নিজে দেশেই। চ্যাম্পিয়নস লিগ জয়ী এই কোচের সঙ্গে ইতালিয়ান ক্লাব নাপোলির তিন বছরের চুক্তি হয়েছে।

এক সময়ে এসি মিলানের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো আনচেলত্তি এবার কোচ হলেন ইতালিয়ান আরেক ক্লাব নাপোলির। ক্লাব প্রেসিডেন্টের পক্ষ হয়ে এটি নিশ্চিত করে নাপোলি কর্তৃপক্ষ।

নাপোলিতে মরিজিও সারির স্থলাভিষিক্ত হলেন আনচেলত্তি। সদ্য শেষ হওয়া মৌসুমে সারির অধীনে ক্লাব রেকর্ড ৯১ পয়েন্ট অর্জন করেও সিরি ‘আ’ শিরোপা জিততে পারেনি নাপোলি। টানা সপ্তমবারের মতো শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস।

গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর ‘চাকরিহীন’ ছিলেন আনচেলত্তি। নাপোলির দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ৫৮ বছর বয়সি এই ইতালিয়ান কোচ, ‘অবিশ্বাস্য দর্শক ও দারুণ শহরের এই দলের কোচ হতে পেরে আমি সত্যিই খুশি এবং সম্মানিত বোধ করছি।’

আনচেলত্তি কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন রেগিয়ানাতে। এরপর কোচ ছিলেন পার্মা, জুভেন্টাস, এসি মিলানের। ইতালির বাইরে তার প্রথম চাকরি ছিল চেলসিতে। এরপর কোচিং করিয়েছেন পিএসজি, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে। আবার তিনি দেশে ফিরলেন।

খেলোয়াড় ও কোচ হিসেবে যে কজন ব্যক্তি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তাদের একজন আনচেলত্তি। এসি মিলানের খেলোয়াড় ও কোচ হিসেবে তিনি এটি অর্জন করেছেন। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেও জিতেছেন ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার শিরোপা।

ট্রফিতে স্বয়ংসম্পূর্ণ এই কোচকে নিয়োগ দিতে পেরে বেশ খুশি নাপোলি কর্তৃপক্ষ। তিন বছরের চুক্তিতে আগামী মৌসুম থেকে নাপোলির ডাগআউটে দেখা যাবে তাকে। তার আগমনে আবারও প্রাণ ফিরে পেল ইতালিয়ান লিগ। জুভেন্টাসকে জোরালো চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার জন্য সদা প্রস্তুত ম্যারাডোনার সাবেক এই ক্লাবটি।

এএ