রোববার, ১১ ডিসেম্বর ২০১৬ , ০১:৩৯ পিএম
স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেলো রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোসের শেষ মূহুর্তের গোলে লা করুনাকে হারিয়েছে ৩-২ গোলে। আর লিওনেল মেসির জোড়া গোলে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন আলভারো মোরাতা। ৬৩ মিনিটে দেপোর্তিভো লা করুনাকে সমতায় ফেরান জোসেলু। দু’মিনিট পরই জোসেলুর দ্বিতীয় গোলে লিড পায় সফরকারীরা। ৮৪ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান মারিয়ানো মেজিয়া। ইনজুরি টাইমে রামোস গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদান শিষ্যরা।
অন্য ম্যাচে এস্তাদিও এল সাদারে ৫৯ মিনিটে লুইস সুয়ারেজের গোলে লিড পায় বার্সেলোনা। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। শেষ বাঁশির আগে খুদে জাদুকর দ্বিতীয় গোল করলে ৪ ম্যাচ পর জয়ের সুবাস পায় লুইস এনরিক শিষ্যরা।
এম/ডিএইচ