images

খেলা / ক্রিকেট

১ দিনের রিমান্ডে আরাফাত সানি

রোববার, ২২ জানুয়ারি ২০১৭ , ০৩:৫৩ পিএম

images

তথ্যপ্রযুক্তি আইনে তরুণীর করা মামলায় গ্রেপ্তার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে ১ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিলেন আদালত।

রোববার ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াহিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ছেলেকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন আরাফাত সানির মা নারগিস আক্তার।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দীন মীর জানান, আটকের পর থানায় এনে প্রাথমিকভাবে সানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।

গেলো ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় নাসরিন সুলতানা নামের তরুণী সানির বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াহিয়া জানান, ওই তরুণীর অভিযোগ, সানি বেশ কিছুদিন ধরে তার ফেসবুক ও মেসেঞ্জারে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠিয়ে আসছিলেন।

ওয়াই/ডিএইচ