images

খেলা / টেনিস / অন্যান্য

থামলেন শারাপোভা

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ , ১২:৪৫ পিএম

images

অবসর নিলেন পাঁচবারের গ্র্যান্ড-স্ল্যাম জয়ী রাশিয়ার টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভা। 

ভোগ অ্যান্ড ভ্যানিটি ফেয়ার নিবন্ধে টেনিসকে বিদায়ের ঘোষণা দেন দ্য সাইবেরিয়ান সাইরেন খ্যাত এই তারকা। 

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জয়ের মাধ্যমে গ্র্যান্ড-স্ল্যামের স্বাদ পান এ রুশ কন্যা। 

২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড-স্ল্যামের কীর্তি গড়েন শারাপোভা। কিন্তু ডোপ টেস্টে পজিটিভ হলে ২০১৬ সালের মার্চে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন তিনি। 

যদিও পারিবারিক কারণে ১০ বছর ধরে তিনি মেলডোনিয়াম নিচ্ছেন বলে দাবী করেন। 

নিষেধাজ্ঞা থেকে ফিরলেও নিজেকে আর মেলে ধরতে পারেননি ৩২ বছর বয়সী মারিয়া শারাপোভা। 

ওয়াই