images

খেলা / ক্রিকেট

২০১৭ শুধুই ক্রিকেটের

শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ , ০৪:২১ পিএম

২০১৫ সাল স্বপ্নের মতোই পার করেছিল বাংলাদেশ।দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই করে টাইগাররা। ২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ শেষে প্রায় ৮ মাস বিরতির পর সেপ্টেম্বরে দেশের মাটিতেই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেন মাশরাফিরা। আফগানরা থাকতে থাকতেই ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে আসে ইংল্যান্ড। এরপর প্রায় ১ মাস বিপিএলের ব্যস্ততা। ডিসেম্বরের শেষার্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ত্যাগ করেন টাইগাররা। ২০১৬ সালটা আন্তর্জাতিক ম্যাচ খরাতে গেলেও ২০১৭ সালটা যেনো বাংলাদেশের জন্য শুধুই ক্রিকেটের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে, ৩টি টি-২০ ও ২টি টেস্ট খেলে আসছে ২৫ জানুয়ারি দেশে ফিরে মাত্র কয়েকদিনের ব্যবধানেই ১টি ২ দিনের প্রস্তুতি ম্যাচ ও ১টি টেস্ট খেলতে এখন ভারতে টাইগাররা।

১৪ ফেব্রুয়ারি ভারত থেকে ফিরে ২টি টেস্ট, ২টি টি-২০ ও ৩টি ওয়ানডে খেলতে ২৭ ফেব্রুয়ারি টাইগারবাহিনী যাবে শ্রীলঙ্কা। ১২-২৪ মে কিউই ও আইরিশদের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে তারা যাবে আয়ারল্যান্ড। এ সফর শেষেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ১ জুন ইংল্যান্ডে যেতে হবে বাংলাদেশকে।

এরপর জুলাইয়ে পাকিস্তান আসার কথা বাংলাদেশে। আগস্টে বকেয়া টেস্ট সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়ারও।

শোনা যাচ্ছে, পাকিস্তান বাংলাদেশে আসার জন্য শর্ত জুড়ে দিয়েছে। যদি বিসিবি ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে টাইগারদের পাকিস্তানে পাঠায়, তবে তারা বাংলাদেশে আসবে। কিন্তু এমন কিছু শোনেননি বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান।

চ্যাম্পিয়নস ট্রফির পর এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে আছে দক্ষিণ আফ্রিকা সফর। ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ খেলতে বাংলাদেশের এ সফর। এরপর দেশে ফিরেই নভেম্বর-ডিসেম্বরে বিপিএল।

কে/ডিএইচ