সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৭ , ০৬:৩১ পিএম
আসছে ২৪ জুন ইংল্যান্ডে শুরু হচ্ছে নারী ক্রিকেট বিশ্বকাপের এগারোতম আসর। ২৩ জুলাই লর্ডসে ফাইনাল দিয়ে এর পর্দা নামবে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আংশিক সময়সূচিও দেয়া হয়েছে।
আইসিসি জানায়, গ্রুপপর্বের ২৭টি ম্যাচ হবে ২১ দিনে। ম্যাচগুলো হবে লর্ডস, ব্রিস্টল, ডার্বি, লিচেস্টার ও টৌনটনে।
১৮ জুলাই ব্রিস্টলে প্রথম সেমিফাইনাল ও ২০ জুলাই ডার্বিতে দ্বিতীয় সেমিফাইনাল হবে।
নারীদের বিশ্বকাপের এবারের খেলাগুলো হবে ৫টি ভেন্যুতে। টৌনটন ও লিচেস্টারে ৭টি করে এবং ব্রিস্টলে ও ডার্বিতে ৮টি করে ম্যাচ হবে।
২০১৩ সালে ভারতে নারী বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া।
কে/ডিএইচ