বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:৪৯ এএম
ভারতের বিপক্ষে দারুণ শুরু বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই লোকেশ রাহুলকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। ব্যক্তিগত ওভারর চতুর্থ বলে রাহুলকে বোল্ড করেন তিনি।
এর আগে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে যায় টাইগাররা। বৃহস্পতিবার সকালে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় ভারতীয় দলনেতা বিরাট কোহলি। হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয় এই ম্যাচ। সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস ওয়ান, বিটিভি ও দীপ্ত টিভি।
প্রথমবারের মতো ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনো সিরিজে অংশ নিলো বাংলাদেশ। এর আগে ভারতের বিপক্ষে আটটি টেস্ট খেলেছে মুশফিকরা। যার মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।
পিচ কন্ডিশন অনুযায়ী দুই পেসারের পাশাপাশি দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তাসকিন, রাব্বির সঙ্গে দলে রয়েছেন মিরাজ এবং তাইজুল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবেনশ্বর কুমার ও উমেশ যাদব।
এআর