রোববার, ২৬ এপ্রিল ২০২০ , ০২:১২ পিএম
বার্বাডোজে জন্ম। খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। বাবা ব্রিটিশ তাই ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা ছিল আগে থেকেই। নিয়ম মেনে অবশেষ সুযোগ আসে অভিষেক হওয়ার। যদিও অভিজ্ঞতা না থাকায় বিশ্বকাপ স্কোয়াডে থাকার সুযোগ মিলছিল না। ভাগ্যক্রমে সেটাও সম্ভব হয়। প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলতে নেমেই ছিলেন দুর্দান্ত। বিশ্বকাপও জিতে নিলেন। তবে চ্যাম্পিয়ন হওয়ার এক বছর না হতেই মেডেলটি হারিয়ে ফেলেছেন জোফরা আর্চার।
ক্রিকেটের জনক হলেও ২০১৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ডান-হাতি এই পেসার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টুর্নামেন্টজুড়ে। জয়ী দলের সদস্য হিসেবে যে মেডলটি পেয়েছিলেন তা বাড়ি বদল করতে গিয়ে হারিয়ে ফেলেছেন তিনি। নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন এখনও সেটির খোঁজ মিলেনি।
বিবিসি রেডিও ফাইভকে আর্চার জানিয়েছেন, ‘আমি একটি প্রতিকৃতির উপর পদকটি রেখেছিলাম। প্রতিকৃতিটা আমাকে একজন উপহার দিয়েছিল। নতুন ফ্ল্যাটেও সেই প্রতিকৃতি নিয়ে এসেছি। কিন্তু মেডেলটা আর দেখতে পাচ্ছি না। এক সপ্তাহ ধরে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। কিন্তু এখনও পাইনি সেটা। সেটি না পেয়ে পাগলের মতো হয়ে গিয়েছি।’
ইনজুরির কারণে গেল বছর জুলাইয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন ডেভিড উইলি। তার বদলে দলে চলে আসেন তরুণ আর্চার। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি। শুধু তাই নয়, ফাইনালে সুপার ওভারে অসাধারণ বোলিং করে ইংল্যান্ডকে বিশ্বকাপ ট্রফি উপহার দেন তিনি।
ওয়াই