images

ক্রিকেট

ধূমপান করতে চাচ্ছেন তামিম, চিকিৎসকের ‘না’

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১১:২৬ পিএম

images

ঢাকার সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাকের পর কেপিজে হাসপাতালে চিকিৎসা নিয়ে এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে আছেন বাংলাদেশর সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এরই মধ্যে চিকিৎসকরা তাকে নিয়ে বিস্ফোরক তথ্য জানিয়েছেন, তামিম ধূমপান করতে চেয়েছেন। তবে চিকিৎসকরা তাকে ধূমপান ছাড়তে হবে বলে জানিয়েছেন।  যদিও তামিম আস্তে আস্তে এই অভ্যাস ছাড়তে চেয়েছেন। কিন্তু চিকিৎসকের সাফ কথা- এই অভ্যাস আর নয়। 

এক সংবাদ সম্মেলনে এভারকেয়ারে তামিমের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার বলেন, এখন যেটা হবে, সেটা হলো পুনর্বাসন। ওর যে রিস্কগুলো আছে, সেটি কমানো। সে ধূমপায়ী। তাকে ধূমপান ছাড়তে হবে। ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না। সে বলছিল ভেপের কথা। আমি বলেছি, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যানসারের ঝুঁকি থাকে। তারপর সে বুঝল। তামিম সিগারেট খেতে চাচ্ছে। আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না। 

তবে, তামিমের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ্যে আনায় সমালোচিত হচ্ছেন চিকিৎসক। 

এদিকে, চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, তামিমের জন্য মনোবিদও নিয়োগ করা হয়েছে। কারণ হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তিনি। তাই সামনের দিনগুলোতে একজন মনোবিদের সঙ্গে কাজ করবেন তামিম।

এর আগে, বাংলাদেশর সাবেক অধিনায়ক তামিম এভারকেয়ারে থাকলেও ঝুঁকি কমানোর জন্য তাকে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়ে তার চাচা আকরাম খান বলেন, আগামী দু-তিন দিন যদি অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে তাকে বাসায় নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনাও আছে। 

আরটিভি/কেএইচ