বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৬:০০ পিএম
বাংলাদেশের টেস্ট মর্যাদাপ্রাপ্তির রজতজয়ন্তী উপলক্ষে চলতি মাসের ২১ থেকে ২৮ জুন পর্যন্ত বিশেষ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এরই ধারাবাহিকতায় মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম টেস্ট একাদশের সদস্যদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে বিসিবি।
বৃহস্পতিবার (২৬ জুন) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্লাজায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানে প্রথম টেস্ট দলের সদস্যরা উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মানিকগঞ্জ-১ আসনে নির্বাচন করেছিলেন দুর্জয়। বির্তকিত ওই দুই নির্বাচনেই পাশ করেন তিনি।
এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন দুর্জয়। সে কারণে আজকের সংবর্ধনা অনুষ্ঠানেও আসেননি তিনি।
নাজমুল হাসান পাপনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী পরিচালকদের মধ্যে একজন ছিলেন নাইমুর রহমান দুর্জয়। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও ছিলেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম টেস্ট দলের সদস্যদের স্মারক ব্লেজার পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশের প্রথম টেস্ট একাদশ: শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল শাহরিয়ার, নাইমুর রহমান (অধিনায়ক), খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও রানজান দাস।
আরটিভি/এসআর -টি