বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৬:২৪ পিএম
সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ফাইফার পাওয়ার পর দেশের কোনো স্টেডিয়াম অনার্স বোড না থাকায় হতাশা প্রকাশ করেছিলের মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে স্টেডিয়ামে অনার্স বোড তৈরির জন্য বিসিবিকে আহ্বান জানিয়েছিলেন তিনি।
মিরাজের সেই কথা শুনেছেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রথমবারের মতো দেশে অনার্স বোর্ড চালু করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ জুন) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্লাজায় টেস্ট স্ট্যাটাস ২৫ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছিল বিসিবি।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে অনার্স বোর্ডের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীর সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে, প্রথম টেস্ট দলের সদস্যদের স্মারক ব্লেজার পরিয়ে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আসিফ মাহমুদ। এ সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আরটিভি/আরএ -টি