images

খেলা / ফুটবল

বাংলাদেশ-ফিলিস্তিনের ম্যাচ দিয়ে পর্দা উঠলো বঙ্গবন্ধু গোল্ডকাপের

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ , ০৫:০৩ পিএম

images

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার বিকেল ৫টায় শুরু হয়েছে ম্যাচটি।   

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে আরটিভি ও বাংলাাদেশ টেলিভিশন বিটিভি। 

ফিলিস্তিনের ম্যানেজার জাবের জারিন জানিয়েছেন, গেলবারের মতো এবারও চ্যাম্পিয়ন হতেই বাংলাদেশ এসেছে তার দল। 

অন্যদিকে বাংলাদেশের সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান জামাল ভূঁইয়া।

বাংলাদেশ একাদশ 

আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, রহমত মিয়া, তপু বর্মণ, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম মামুন,  সাদ উদ্দিন, মতিন মিয়া, সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম

ফিলিস্তিন একাদশ

তৌফিক আবুহামাদ, মৌসা সেলিম, মোহাম্মদ সেলিম, ওডায় খারৌব, মাহমৌদ আবুওয়ারদা, মোহামেদ দারউইস, খালেদ সালেম, সামেহ মারাবা, লায়েথ খারৌব, রাদওয়ান আবুখারাস, ইয়াজান ইয়াভি।

ওয়াই