images

তথ্যপ্রযুক্তি / অন্যান্য

এবার মোবাইলফোন বিক্রিতে শীর্ষে হুয়াওয়ে

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ , ০৫:৪৩ পিএম

images

করোনার এই সংকটময় মুহূর্তে বেশি ফোন বিক্রির রেকর্ড নিজেদের করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এর আগে স্যামসাং ইলেকট্রনিক্সের দখলে ছিল রেকর্ডটি।

রয়টার্স জানায়, হুয়াওয়ের এই উত্থান হয়েছে করোনাকালে চীনের বাজারে বিক্রি বৃদ্ধি পাওয়ায়।

রিসার্চ ফার্ম ক্যানালিসের তথ্য অনুযায়ী, হুয়াওয়ে এপ্রিল-জুনে ৫৫ দশমিক ৮ মিলিয়ন ডিভাইস বিক্রি করেছে। সেখানে হুয়াওয়ের বিক্রি ৫৩ দশমিক ৭ মিলিয়ন।

হুয়াওয়ে এখন তাদের হ্যান্ডসেটের দুই-তৃতীয়াংশ বিক্রি করে চীনের বাজারে। করোনার আগেই তাদের বিক্রি বাড়তে থাকে। পরে করোনা ভয়াবহ আকার ধারণ করলে বিক্রি কিছুটা পড়ে যায়। এখন আবার প্রায় আগের জায়গায় এসেছে।

হুয়াওয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘কঠিন এই সময়ে আমাদের ব্যবসা ব্যতিক্রমী স্থিতিস্থাপকতা দেখিয়েছে।’

এই প্রান্তিকে চীনের বাজারে হুয়াওয়ের সেল ৮ শতাংশ বাড়লেও আন্তর্জাতিক বাজারে ২৭ শতাংশ কমেছে।

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং আশা করছে বছরের দ্বিতীয় ভাগে তাদের বিক্রি বাড়বে।

জিএ