সোমবার, ০৩ জুলাই ২০১৭ , ০৩:০৯ পিএম
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে এমন অনেক দেশ আছে যার জনসংখ্যা ১ কোটিরও কম। বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় ১৭ কোটি। আর এ দেশেরই অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির বর্তমান ফেসবুক ফ্যান এখন এক কোটিরও বেশি। অর্থাৎ এই টিভির বর্তমান ফেসবুক লাইক ১ কোটি ৩০ হাজার প্লাস। টেলিভিশনগুলোর মধ্যে আরটিভি ফেসবুক ফ্যান এখন সবচেয়ে বেশি। তারপর রয়েছে যথাক্রমে এনটিভি, ইনডিপেডেন্ট টিভি, একাত্তর টিভি ও সময়টিভি।
তাছাড়া দেশে এখন যেক’টি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ রয়েছে, তার মধ্যে দৈনিক প্রথম আলো ও বিবিসি বাংলার পরই অবস্থান করছে আরটিভি। তারপর রয়েছে দৈনিক নয়াদিগন্ত, এনটিভি, বিডিনিউজ, ইনডিপেডেন্ট টিভি, দৈনিক কালেরকণ্ঠ, দৈনিক যুগান্তর, একাত্তর টিভি, বাংলানিউজ24, বিডিক্রিকটাইম, জাগোনিউজ24, সময়টিভি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক আমারদেশ।
আর বাংলাদেশে এক কোটির বেশি ফ্যান আছে এমন পেজ রয়েছে মাত্র ৭টি।
১ | Cricket on Facebook | 19,534,198 |
২ | দৈনিক প্রথম আলো | 12,234,614 |
৩ | গ্রামীণফোন | 11,949,620 |
৪ | Bangladesh Cricket : The Tigers | 11,538,831 |
৫ | বিবিসি বাংলা | 11,247,131 |
৬ | সাকিব আল হাসান | 10,205,167 |
৭ | Rtv | 10,031,383 |
তবে ফেসবুকে জনপ্রিয়তায় ব্যক্তিগতভাবে কোটিতে আছেন শুধু সাকিব আল হাসান। পরের তালিকায় যারা আছেন তারা লাখের ঘরে।
১ | সাকিব আল হাসান |
|
২ | মুশফিকুর রহিম |
|
৩ | মাশরাফি বিন মুর্তজা |
|
৪ | পরীমনি |
|
৫ | নাসির হোসেন |
|
৬ | নুসরাত ফারিয়া |
|
৭ | তাহসান |
|
৮ | এনামুল হক |
|
৯ | হানিফ সংকেত |
|
১০ | আসিফ |
|
সি/