images

তথ্যপ্রযুক্তি

ভর দুপুরেই নেমে আসবে অন্ধকার

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০১:৪৮ পিএম

images

বছরের প্রথম সূর্যগ্রহণ হবে শনিবার (২৯ মার্চ)। এই গ্রহণ দেখা যাবে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে। এর ছায়া বিস্তৃত হবে আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত। 

২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বরে। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে, পেসিফিক, আন্টার্টিকার আকাশে, এছাড়াও তা দেখা যাবে অস্ট্রেলিয়া ও আন্টার্টিকার আকাশে।

eclipse-main_20250329_113853123

এই বছর চৈত্র অমাবস্যায় বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। 

২৯ মার্চ সূর্য গ্রহণটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৫০ মিনিটে শুরু হবে। গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত হবে।  

আরটিভি/এএ