images

আবহাওয়া

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝুমুল’, বৃষ্টি হবে তুমুল

সোমবার, ২৬ মে ২০২৫ , ০৯:১৮ পিএম

images

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সময়ে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) একটি বৃষ্টিবলয়ের আগাম সংকেত দিয়েছে। 

বিডব্লিউওটি জানায়, বুধবার (২৮ মে) থেকে দেশের ওপর সক্রিয় হতে পারে ‘ঝুমুল’ বৃষ্টিবলয়, যার প্রভাব ৩ জুন পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে।

বিশেষত রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ‘ঝুমুল’-এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এ ছাড়া রাজধানী ঢাকাসহ বরিশাল ও রাজশাহী বিভাগেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া হতে পারে।

এদিকে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাড়তে পারে।

বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরটিভি/একে-টি