images

আবহাওয়া

সাগরে লঘুচাপ, বিকেলের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ১২:০৭ পিএম

images

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

মঙ্গলবার (২৭ মে) সকালে আবহাওয়ার অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এতে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এ অবস্থায় বুধবার সকালের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন
Web-Image

পাহাড় ধসের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা 

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে জানানো হয়, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার কিছু স্থানে মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আরটিভি/আরএ/এস