images

আবহাওয়া

রাতেই যেসব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৬:৫১ পিএম

images

দেশের চার জেলার ওপর দিয়ে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কক্সবাজার, রাঙামাটি, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু স্থানে রাত ৯টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন
Rtv

২৬ জেলায় বইছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরম আরও যতদিন থাকবে

এদিকে, বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবাণ, ফেনী, নোয়াখালী জেলার ওপর দিয়ে রাত ১০টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে।

এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপরেও রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

আরটিভি/আরএ/এআর