সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৩:৪২ পিএম
দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে মানুষ। এই গরমে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘রিমঝিম’। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এটি চলতি বছরের ষষ্ঠ এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়।
বিডব্লিউওটির ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, ‘রিমঝিম’ ১৬ জুন উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ছড়িয়ে দেবে এবং ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশ ছাড়তে পারে।
দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে সক্রিয় থাকবে। অপেক্ষাকৃত কম সক্রিয় থাকবে রাজশাহী ও খুলনা বিভাগে।
প্রভাব:
- সিলেট, চট্টগ্রাম ও রংপুরের নিচু এলাকায় আংশিক বন্যা হতে পারে,
- বজ্রপাত কিছুটা বাড়তে পারে
- উপকূল অঞ্চল দিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে
- এ সময় সাগর কিছুটা উত্তাল থাকবে।
এ বৃষ্টিবলয়ের ফলে তাপপ্রবাহ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে স্থানীয় প্রশাসন ও জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা। এটি দেশের কৃষি ও পানির চাহিদা পূরণে ইতিবাচক হলেও, নিচু এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।
আরটিভি/এসকে