১৩ জুলাই ইংল্যান্ড যাবেন মুস্তাফিজ

শনিবার, ০২ জুলাই ২০১৬ , ১০:৩০ এএম


১৩ জুলাই ইংল্যান্ড যাবেন মুস্তাফিজ

বাংলাদেশ দলের এ সময়ের সফল ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের ইংলিশ কাউন্টি দল সাসেক্সে খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। ইনজুরি কাটিয়ে এখন অনেকটাই ফিট। এজন্য ঈদের পরই মুস্তাফিজকে ইংল্যান্ডে যাবেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মোস্তাফিজের যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন।

আগামী ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করতে পারেন বাংলাদেশ দলের এ বাঁহাতি পেসার।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমকে মুস্তাফিজ জানান, ‘ক্রিকেট খেলা আবিস্কার করেছে ইংল্যান্ড। ওখানে গিয়ে খেলতে পারলে ভালো লাগারই কথা। যদি সুযোগ পাই চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার।’

ইনুজরি প্রসঙ্গে মুস্তাফিজ জানান, ‘যে আশা নিয়ে বোলিং শুরু করেছিলাম সেরকম বোলিং করেছি নেটে। সবকিছুই ভালো হচ্ছে।’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে হ্যাম্পশায়ারের বিপক্ষেই মুস্তাফিজের সাসেক্সের হয়ে অভিষেক হওয়ার কথা। টুর্নামেন্টের শেষ দিকের চারটি ম্যাচ খেলবেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission