• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo
বরিশাল শিবিরে যোগ দিয়ে যে কারণে হতাশ মালান
দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের
আর মাত্র এক মাস পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আইসিসির এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (১৮ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার সিরিজে ব্যর্থ হওয়ার রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও চ্যাম্পিয়নস ট্রফিতে এই মারকুটে ওপেনারের উপরেই ভরসা রেখেছে ভারত। তার সহকারী হিসেবে থাকবেন শুভমান গিল।  চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করা দুই তারকা সাঞ্জু স্যামসন এবং পেসার মোহাম্মদ সিরাজ। দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার এবং যশ্বসী জয়সোয়াল। এ ছাড়াও ওয়ানডে বিশ্বকাপে ইনজুরিতে পড়া মোহাম্মদ শামিও দলে ফিরেছেন।  পেসার বুমরাহ দলে থাকলেও তার খেলা ফিটনেসের ওপর নির্ভর করবে, আর হার্দিক পান্ডিয়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন। স্পিনারদের মধ্যে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন। ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ও জাসপ্রীত বুমরাহ। আরটিভি/এসআর
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ / নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের
ভারতীয় এমপিকে বিয়ের প্রস্তাব দিলেন রিঙ্কু সিং
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ / পাঁচ রানআউটে নেপালকে পঞ্চাশে থামালো বাংলাদেশ
ব্যালন ডি’অর জয়ী ফুটবল কিংবদন্তি ডেনিস ল আর নেই
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ / টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড ম্যাচ দিয়ে মালয়েশিয়ায় পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনের চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।  শনিবার (১৮ জানুয়ারি) টস জিতে নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম। নেপালের স্কোয়াড : পূজা মাহাতো (অধিনায়ক), সনি পাখরিন, তিরসানা বিকে, রচনা চৌধুরী, সাবিত্রী ধমি, কৃষ্ণা গুরুং, কুসুম গোদার, সীমানা কেসি, অনু কাদায়ত, কিরণ কুনওয়ার, স্নেহা মহারা, জ্যোৎস্নিকা মারাসিনি, সানা প্রবীণ, রিয়া শর্মা ও আলিশা যাদব। আরটিভি/ এসআর
হাল্যান্ডের সঙ্গে লম্বা চুক্তি ম্যানসিটির
চলতি মৌসুমের শুরুটা ভালো করতে পারেনি ম্যানচেস্টার সিটি। টানা ব্যর্থতায় প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে ইংলিশ জায়ান্টরা। এর মাঝে আর্লি হাল্যান্ডের সঙ্গে চুক্তি নাবয়ন করেছে ক্লাবটি।  আগামী ২০৩৪ সাল পর্যন্ত সিটির জার্সিতেই খেলবেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। সেটার সঙ্গে নতুন করে আরও ৭ বছর বাড়ানো হলো চুক্তির মেয়াদ। তবে চুক্তির আর্থিক বিষয় প্রকাশ করেনি কেউই। দীর্ঘ মেয়াদী চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত হাল্যান্ড। তিনি বলেন, নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব, এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে। এখানকার আবহই এমন যে, সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে। তিনি আরও বলেন, তারা ক্লাবটিকে এমন একটি বিশেষ জায়গা তৈরি করেছে, এখন যাই হোক না কেন আমি নিজেও সিটি। আমি উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই, আরও ভালো করার জন্য কাজ করে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে সহায়তা করতে চাই। হাল্যান্ডের চুক্তি নিয়ে গার্দিওয়ালা বলেন, এটা আমাদের সবার জন্য অসাধারণ একটি সংবাদ, ক্লাবের জন্যও। একজন খেলোয়াড় এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে যা সে আগে কখনো করেনি, কারণ দেখাতে চায় সে এখানে থাকতে কতটা মরিয়া। ২০২২ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে সিটিতে যোগ দেন হলান্ড। তখন বাই-আউট ক্লজ রাখা হলেও নতুন চুক্তি থেকে সেটি সরিয়ে দেওয়া হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন হলান্ড। সতীর্থের ১৫টি গোলে রেখেছেন অবদান। ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লিগ শিরোপাসহ জিতেছেন আরও কিছু ট্রফি। চলতি মৌসুমে তার দলও নেই চেনা ছন্দে। লিগ শিরোপা ধরে রাখার অভিযান থেকে প্রায় ছিটকেই পড়েছে দলটি; ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা, শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে। আরটিভি/এসআর
বিপিএলের অনিয়ম থেকে শিক্ষা নেওয়ার কথা জানালেন ফাহিম
বিপিএলের শুরুর কয়েকটি আসর জাকজমক হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিতর্কে রূপ নেয়। তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার বিপিএলকে বিতর্কমুক্ত এবং নতুনভাবে সাজানোর কথা জানিয়েছিলেন সভাপতি ফারুক আহমেদ। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। টিকিট বিতর্ক পর এবার আলোচনায় যুক্ত হয়েছে খেলোয়াড়দের পেমেন্ট না পাওয়ার ক্ষোভ। পেমেন্ট না পাওয়ায় গত বুধবার অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। কয়েক দিন চলে গেলেও এখনও সবার পেমেন্টের ব্যবস্থা করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। যার দায় স্বীকার করেছেন বিসিবি পরিচালকরা। আর এই আসরের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ফাহিম বলেন, আমরাও এসব কারণ নিয়ে বিব্রত। শুধু ক্রিকেট বোর্ড নয়, পুরো ক্রিকেট সম্প্রদায় কিন্তু এসব নিয়ে বিব্রত। আমাদের সবার জন্যই এগুলো শিক্ষা। আশা করি, সামনে এসব বিষয় সেভাবেই এড্রেস করব যেন আর না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল। যেগুলো হয়তো আমরা সময়মতো করিনি। আর এসবের জন্য দেশের বর্তমান পরিস্থিতিতে দায়ী করেছেন তিনি। ফাহিমের ভাষ্য, আপনারা জানেন এবার একটা বিশেষ সময়ে অনেক ব্যাপারেই আমরা চাপে ছিলাম। হয়তো অনেক ব্যাপারেই যেসব নিয়ম অনুসরণের কথা ছিল, সেগুলো করতে পারিনি। তবে এগুলোও শিক্ষা। সামনে অবশ্যই এই শিক্ষা কাজে লাগাব। পেমেন্ট জটিলতা ছাড়াও আলোচনায় আরও একটি বিষয়। বিপিএল মাঝের দিকে চলে আসলেও ক্রিকেটাররা এখনও চুক্তিপত্র পাননি। অথচ এ বিষয়ে কিছুই জানে না বিসিবি। ক্রিকেটাররা চুক্তিপত্র না পাওয়ার ব্যাপারে ফাহিমের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, সত্যি বলতে এটা সম্পর্কে আমি জানি না। স্বাভাবিকভাবেই তখন পাল্টা প্রশ্ন করা হয়, গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে এটা তার জানা উচিত ছিল কি না? এমন প্রশ্নে ফাহিমের পাশে থাকা আরেক বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, যখন আমরা জেনেছি, আমরা কিন্তু ক্রিকেট বোর্ড ও প্রেসিডেন্টসহ সম্পৃক্ত হয়ে রাজশাহীর বিষয়টা সমাধান করা হয়েছে। মিঠু আরও বলেন, কিন্তু কথাটা হচ্ছে, যারা সমস্যায় আছে তাদের তো জানাতে হবে। আমি দলগুলোর কথা বলছি না। টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেটাররা যখন আসবে, আমরা এটি এড্রেস করব। এরপর মিঠুর সুরে সুর মিলিয়ে ফাহিমও একই কথা বলেন। ‘যখন পারিশ্রমিক হবে না, আমাদের কানে কিন্তু আসবে। রাজশাহীর ক্ষেত্রে সেটা হয়েছে। আমাদের কানে এসেছে এবং সাথে সাথে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি নিশ্চিত অন্যদের ক্ষেত্রে এই সমস্যা যদি থেকে থাকে... (সমাধান করা হবে)’। আরটিভি/এসআর/এস
তিন দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বিপিএল
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। পুরুষদের টুর্নামেন্টটির ১১তম আসর চলমান। এর মাঝেই সুখবর পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বিপিএল। শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা নামবে ছেলেদের বিপিএলের। এরপরই মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। যেখানে অংশ গ্রহণ করবে তিনটি দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। ফাহিম বলেন, বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব। তিনটা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে।  সাধারণত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চারজন করে বিদেশি ক্রিকেটার খেলানো হয়। কিন্তু মেয়েদের বিপিএলের প্রতিটি দল একজন করে বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবেন বলে জানিয়েছেন এই বিসিবি পরিচালক। ফাহিমের ভাষ্য, একজন বিদেশি খেলোয়াড় সব দলে খেলতে পারবে। দেশি খেলোয়াড় নিবন্ধিত হবে ১৫ জন করে। বিদেশিদেরটা ওপেন রেখেছি। তবে মাঠে নামতে পারবে একজন করে। দুটি কারণ আছে। একটা কারণ আর্থিক। চারজন বিদেশি নিতে গেলে যে আর্থিক চাপটা পড়বে এই মুহূর্তে দলগুলো সেটা নিতে চাচ্ছে না। আরেকটা কারণ হচ্ছে আমাদের নিজেদের খেলোয়াড়দের সুযোগটা দিতে চাই। মেয়েদের বিপিএলের মেয়াদ নিয়ে তিনি বলেন, ৮ থেকে ৯ দিনের মধ্যে এটা শেষ হবে। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। তারা আগ্রহও দেখিয়েছে। আমরা আশা করছি এটা মেয়েদের ক্রিকেটকে আর একটা পর্যায়ে উন্নীত করতে পারবে। মাত্র তিন দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে এই পরিচালক বলেন, একটা মানসম্পন্ন টুর্নামেন্ট করতে যে মানের ক্রিকেটার দরকার, আমার মনে হয় না এর চেয়ে বেশি দল করলে সেটা হতে পারত। চার দল নিয়েও করার কথা ভাবা হয়েছিল। তবে আমরা মনে করেছি তিনটা দল নিয়ে করতে পারলে খুব প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে। আরটিভি/এসআর/এস
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ শনিবার (১৮ জানুয়ারি) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ–নেপাল দুপুর ১২টা ৩০ মিনিট, টফি লাইভ অস্ট্রেলিয়ান ওপেন ৩য় রাউন্ড সকাল ৬টা, সনি স্পোর্টস টেন ২ ও ৫ মুলতান টেস্ট–২য় দিন পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজ সকাল ১০টা ৩০ মিনিট, এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস বিগ ব্যাশ লিগ মেলবোর্ন রেনেগেডস–ব্রিসবেন হিট দুপুর ১২টা, স্টার স্পোর্টস ২ পার্থ স্করচার্স–অ্যাডিলেড স্ট্রাইকার্স বিকেল ৩টা ১৫ মিনিট, স্টার স্পোর্টস ২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল   রহমতগঞ্জ–ঢাকা আবাহনী দুপুর ২টা ৪৫ মিনিট, টি স্পোর্টস বসুন্ধরা কিংস–ফর্টিস এএফসি বিকেল ৫টা ৩০ মিনিট, টি স্পোর্টস ইংলিশ প্রিমিয়ার লিগ নিউক্যাসল–বোর্নমাউথ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ব্রেন্টফোর্ড–লিভারপুল রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ আর্সেনাল–অ্যাস্টন ভিলা রাত ১১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ জার্মান বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখ–ভলফসবুর্গ রাত ৮টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ লেভারকুসেন–মনশেনগ্লাডবাখ রাত ১১টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ এসএ টোয়েন্টি এমআই কেপটাউন–জোবার্গ সুপার কিংস রাত ৯টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ২ আরটিভি/আইএম
বিশ্বকাপে শনিবার নেপালের মুখোমুখি বাংলাদেশ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (১৮ জানুয়ারি) অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড ম্যাচ দিয়ে মালয়েশিয়ায় পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনের চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।  এই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে বিশ্বকাপের ফটোসেশনের দিন বড় কিছু করার স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। প্রস্তুতিটাও দুর্দান্ত হয়েছে তাদের। এবার মাঠে লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার পালা। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দেশ। যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে নকআউট পর্ব। বাংলাদেশ রয়েছে ‘ডি’  গ্রুপে এবং বাকি তিন দেশ হলো অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। এই টুর্নামেন্টটি বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। এ তথ্য নিশ্চিত করেছে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া। তিনি বলেন, বাংলাদেশের বাঘিনীরা এগিয়ে যাচ্ছে; তাদের এই অগ্রযাত্রার সহযোগী হতে আমরা আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবো। ক্রিকেট ফ্যানরা টফিতে বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন। এই উদ্যোগ ক্রীড়াক্ষেত্রে নারীদের সমান প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। সারাদেশের ভক্তরা যেন এই উদযাপনে অংশগ্রহণ করতে পারে এজন্য এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা। বাংলাদেশের স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম। নেপালের স্কোয়াড : পূজা মাহাতো (অধিনায়ক), সনি পাখরিন, তিরসানা বিকে, রচনা চৌধুরী, সাবিত্রী ধমি, কৃষ্ণা গুরুং, কুসুম গোদার, সীমানা কেসি, অনু কাদায়ত, কিরণ কুনওয়ার, স্নেহা মহারা, জ্যোৎস্নিকা মারাসিনি, সানা প্রবীণ, রিয়া শর্মা ও আলিশা যাদব। আরটিভি/ এসআর  
পেমেন্ট জটিলতার মধ্যেই রাজশাহীকে জয় উপহার দিলেন বিজয়-তাসকিনরা
চট্টগ্রাম পর্বের শুরু থেকেই আলোচনায় দুর্বার রাজশাহী। পেমেন্ট না পাওয়া অনুশীলন বয়কট করেছিল ক্রিকেটাররা। তবে এসব জটিলতার মধ্যেই মাঠে নিজেদের সেরাটা দিয়ে দলকে তৃতীয় জয় উপহার দিয়েছেন বিজয়-তাসকিনরা। নিজেদের সপ্তম ম্যাচে সিলেটকে ৬৫ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। শুক্রবার (১৭ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নেমে ১৭ ওভার তিন বল খেলে ১১৯ রানেই গুঁটিয়ে যায় সিলেট। এতে ৬৫ রানের জয় পায় দুর্বার রাজশাহী। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন পল স্টার্লিং (২)। এক ওভারে পরেই তার দেখানো পথে হাঁটেন রনি তালুকদার। তবে তিনে ব্যাট করতে নেমে জর্জি মানজিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন জাকির হাসান। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ২৮ বলে ৩৯ রান করে জাকির আউট হলে ২২ বলে ২০ রান করে ফেরেন মানজি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অ্যারন জোন্সও (৫)। এরপর নাহিদুল ইসলাম (১), আরিফুল হক (৬) এবং নাহিদুজ্জামান শূন্য রানে আউট হলে দলীয় ১০৪ রানে ৮ উইকেট হারায় সিলেট।  সতীর্থদের আশা যাওয়ার মিছিলের দিনে লড়াই করতে থাকেন জাকের আলী। তবে নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। ২০ বলে ৩১ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১৮তম ওভারে তৃতীয় বলে রিস টপলি বোল্ড হলে ১৫ বল হতে থাকতেই ১১৯ রানে অলআউট হয় সিলেট। এতে ৬৫ রানের জয় পায় বিজয়ের দল। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন সানজামুল ইসলাম। এ ছাড়াও মিত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, আফতাব ইসলাম নেন দুটি করে উইকেট। আর একটি মাত্র শিকার করেন মার্ক দয়াল। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে রাজশাহী দুর্দান্ত শুরু এনে দে জিশান আলম ও মোহাম্মদ হারিস। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ১৯ রান করে হারিস আউট হলে ১৮ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন জিশান। তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। ২২ বলে ৩২ রান করে আউট হন তিনি। এরপর বলে বলে বাউন্ডারি মারতে গিয়ে ১০ বলে ১৯ রান করে আউট হন ইয়াসির। তবে এক প্রান্ত আগলে রান তুলতে রায়ান বার্ল। কিন্তু ফিফটি তুলতে পারেননি তিনি। ২৭ বলে ৪১ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই রোডেশিয়ান ব্যাটার। ৭ রান করেন মার্ক দয়াল। শেষ পর্যন্ত আকবরের ১৫ বলে ১৪ রান এবং মিত্যুঞ্জয় চৌধুরীর ৬ বলের ১২ রানে ভর করে ১৮৪ রানের লড়াকু পুঁজি পেয়েছিল রাজশাহী। আরটিভি/এসআর