• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে ভরাডুবির পর বাংলাদেশের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মিশন।  আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। এবার এই ম্যাচের জন্য টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামেও সর্বনিম্ন ১০০ টাকার বিনিময়ে টেস্ট ম্যাচটি দেখা যাবে। স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি। অন্যদিকে দর্শকদের সর্বোচ্চ গুনতে হবে এক হাজার টাকা, রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের। ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ড টিকিট পাবেন দর্শকরা। ৩০০ টাকায় ক্লাব হাউজ এবং ৫০০ টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট কেটে খেলার দেখার সুযোগ থাকছে দর্শকদের সামনে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র ও সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করে যে কেউই অনলাইনে টিকিট কিনতে পারবেন। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে। আর অনলাইনে টিকিট কেনার পর কালেকশন বুথ থেকে তা সংগ্রহ করা যাবে।
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
কবে অবসর নেবেন, জানালেন মেসি
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে জয়ের কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। ৪১২ রানের ম্যাচে কলকাতার কাছে ৪ রানে হেরেছিল তারা। তবে সেই হারের ক্ষোভ যেনো উগড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও গড়েছে কামিন্সের দল। বুধবার (২৭ মার্চ) আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাহাড় সমান ২৭৮ রানের লক্ষ্য দিয়েছে হায়দ্রাবাদ। এর আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৬৩ রানের। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেই রেকর্ড ১১ বছর টিকেছিল। সেই ম্যাচে ১৭৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। মুম্বাইয়ে বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড। ১৩ বলে ১১ রানকে মায়াঙ্ক আউট হলে হেডকে সঙ্গ দেন অভিষেক শর্মা। দুজনেই ফিফটি তুলে নেন। হেড ৬২ রান এবং শর্মা ২৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। এরপর এইডেন মারক্রামকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে হেইনরিচ ক্লাসেন। ২৩ বলে ফিফটি তুলে নেন এই তারকা ব্যাটার।  শেষ পর্যন্ত মারক্রামের ২৮ বলে ৪২ রান এবং ক্লাসেনের ৩৪ বলে টর্নেডো ইনিংসে ভর করে ২৭৭ রানের ইতিহাস গড়া পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটজি  এবং পিয়ুস চাওলা একটি করে উইকেট নেন।
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
২০২৩ সালে ৫ অক্টোবর মাঠে গড়িয়েছিল ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মাইক্লোর সহযোগিতায় প্রেডিক্ট এবং উইন গিফটস ক্যাম্পেইন আয়োজন করেছিল আরটিভি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নিজেদের প্রেডিকশন জানিয়ে বিজয়ী হয়েছিলেন মোট ৪৮ জন। মাইক্লোর সহযোগিতায় ইতোমধ্যেই বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দিয়েছে আরটিভি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। এই ম্যাচে ইংলিশদের ৯ উইকেটে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল কিউইরা। সে ম্যাচে প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতায় বিজয়ী হন মিতু ইসলাম। আসরের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে বেছে নিয়ে পুরস্কার জিতেছেন সাইফুল ইসলাম। লিগ পর্বের আরেক হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামে মাইটি অস্ট্রেলিয়া। এই ম্যাচে ভারতকে প্রেডিক্ট করে পুরস্কার বিজয়ী হন ফরহাদ রেজা। বিশ্বকাপের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ ধরা হয়েছিল ভারত-পাকিস্তান লড়াইকে। এই ম্যাচে দুর্দান্ত এক জয় পায় স্বাগতিকরা। সেই সঙ্গে আরটিভির প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জুবাইয়ের হোসেন সিয়াম। বিশ্বকাপের শ্রীলঙ্কা ম্যাচটি ছিল বাংলাদেশের কাছে মহাগুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচে জিততে না হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতো টাইগাররা। শেষ পর্যন্ত লঙ্কানদের হারিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছিল সাকিব বাহিনী। এই বিজয়ী হিসেবে বাংলাদেশকে বেছে নিয়ে পুরস্কার জিতেছেন সুমন শাহ। প্রথম দুই ম্যাচ হেরে আসরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মাইটি অস্ট্রেলিয়া। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাস্থ করে ফাইনাল নিশ্চিত করে অজিরা। এই দিন প্রেডিক্ট প্রতিযোগিতায় বিজয়ী হন শাহিন মিশু। বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। দেশটির সব থেকে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে রোহিত-কোহলিদের কাঁদিয়ে হেক্সা মিশন সফল করে অস্ট্রেলিয়া। এই ম্যাচে অজিদের বেছে নিয়ে বিজয়ী হয়েছিলেন কুমিল্লার রাস্তি চৌধুরী নাভিল। প্রেডিক্ট এবং উইন গিফটস ক্যাম্পেইনের ৪৮ জন বিজয়ী হলেন :  মিতু ইসলাম, আরিয়ান শোভন, শরিফুল ইসলাম, শাহেদ আহমেদ, ফারহাদ রেজা, টি এম সিদ্দিকুর রহমান, এস এ বৃষ্টি, তামান্না ইসলাম, তাজমিরা আক্তার, তুষার মজুমদার, প্রান্ত দেবনাথ, জুবাইয়ের হোসেন সিয়াম, তৌফিক ইমন, আহমেদ স্বাধীন, নাফিস কামাল, সানোয়ার হোসেন, আদিবা সুলতানা মৌ, জহির আবেদীন রাদ, শারমিন সুলতানা ঊষা, চৈতী শাহা, রোজিনা জেয়া, তৌহিদুল ইসলাম সোহান, ফারজানা আক্তার রোমা, জালাল হোসেন, জামাল উদ্দিন খারশেদ, আলিনা সীমা, নাহিয়ান ইবনে আজিজ, আবির ফারহান, তাইয়েবা তাসকিন লামিয়া, রিফাত হাওলাদার, শরিফুল ইসলাম, শাকিল হোসেন, আরাফাত ইসলাম সুজন, রাসেল আহমেদ, আব্দুল্লাহ আল তাইফ, লাজিনা আক্তার লুজু, মহিউদ্দীন আহমেদ, সুমন শাহা, সাইফুল ইসলাম, রিহাদ জেকেআর, দেওয়ান সাদিয়া শারমিন, মাজহারুল ইসলাম মাজহার, ইমরুল কায়েস প্রণয়, ফাতিয়া আয়াত, শিউলি খান, রুবেল হোসেন, শাফিন মিশু ও রাসতি চৌধুরী। মাইক্লোর সহযোগিতায় বিজয়ীদের হাতে ইতোমধ্যেই পুরস্কার হাতে তুলে দিয়েছে আরটিভি। পুরস্কার হাতে পেয়ে একজন বিজয়ী বলেন, বিশ্বকাপের সময় আমি অনেকগুলো ম্যাচে প্রেডিকশন দিয়েছিলাম। তবে একটিতে বিজয়ী হয়েছি। পুরস্কারটা হাতে খুবই ভালো লাগছে, আরটিভি এবং মাইক্লোকে ধন্যবাদ। আরটিভির এই আয়োজনের প্রশংসা করে আরেক বিজয়ী বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। আরটিভির মতো দেশের বাকি প্রতিষ্ঠানগুলোরও এমন উদ্যোগ নেওয়া উচিত। এতে সবার মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভারত বিশ্বকাপের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। নিউজিল্যান্ড সিরিজে তার নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যোগ্য এবং স্থায়ী কাউকে খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  তাই আবারও পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে বাবর আজমকে। মূলত বর্তমান পিসিবি প্রধান মহসিন নাকভির পছন্দ বাবরকে, তাই ‍গুঞ্জন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাবরকে অধিনায়ক হিসেবে বেঁছে নিতে পারে পিসিবি। গত ১২ মার্চ টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে পিসিবি। তখনই নতুন অধিনায়ক বানানোর ইঙ্গিত দেয় বোর্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ানও। তবে বাবরের উপরেই বেশি ভরসা করছে পিসিবি। পুনরায় দায়িত্ব গ্রহণের আগে বোর্ডকে কিছু শর্ত দিয়েছেন বাবর আজম। এমনটাই দাবি করছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। ক্রিকেট পাকিস্তান তাদের একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে, বাবরের শর্তগুলো মানা হলেই কেবল দায়িত্ব নেবেন তিনি। তার অধিনায়ক হওয়ার বিষয়টি এক প্রকার চূড়ান্ত, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা।   
ব্যাট হাতে টানা ব্যর্থতার মাশুল গুনলো লিটন
ক্যারিয়ারের সব থেকে খারাপ সময় হয়তো পার করছেন লিটন কুমার দাস। ব্যাট হাতে টানা ব্যর্থতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝ পথে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। টেস্ট দলে জায়গা পেলেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি লিটন। তার মাশুলও গুণতে হয়েছে এই টাইগার ওপেনারকে। মাঠের ক্রিকেটে বাজে পারফরম্যান্সের দরুন এবার র‌্যাঙ্কিংয়েও বড় অবনতি হয়েছে তার।  বুধবার (২৭ মার্চ) টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ব্যাটসম্যানদের তালিকায় সাত ধাপ নিচে নেমেছে লিটন। এখন যৌথভাবে তিনি ২৪তম স্থানে আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুটা ভালো করেছিলেন মিডল অর্ডারে নামা এই ব্যাটার। তবে ২৫ রানে তার সেই ইনিংস থামে। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে ৩০ গজ বৃত্তের ভেতরেই ক্যাচ দেন লিটন।  এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও, ফলে তারও অবনতি হয়েছে। দুই ইনিংস মিলিয়ে ১১ রান করা বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৯ ধাপ পিছিয়ে এখন ৫৩ নম্বরে।  তবে টেস্ট ব্যাটারদের তালিকায় এগিয়েছেন মুমিনুল হক। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ৩২৮ রানে হারের ম্যাচে একমাত্র রান পেয়েছিলেন মুমিনুল। চারে নেমে তিনি ৮৭ রান করেন। ফলে ৯ ধাপ এগিয়ে তিনি উঠে গেছেন ৫০ নম্বরে। অন্যদিকে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়ে টাইগার পেসার খালেদ আহমেদের। ওই ম্যাচে মোট ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় তিনি ৯ ধাপ এগিয়েছেন। ফলে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে খালেদ এখন ৮৯তম স্থানে।  ম্যাচে তেমন প্রভাব রাখতে না পারা তাইজুল ইসলাম পিছিয়েছেন দুই ধাপ। দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছিলেন ৩ উইকেট, যা নিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন পঞ্চদশ। তবে এটাই টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান। তবে ব্যাটারদের শীর্ষ র‍্যাঙ্কিংয়ে কারও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে আগে থেকেই শীর্ষ তিনের মধ্যে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম। আর বোলারদের মধ্যে এক নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা আছেন তিন নম্বরে। 
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে প্রতিযোগিতা করলেও প্রথম টেস্টে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচে নিজেদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়ায় মাঠে নামতে হবে শান্ত-মিরাজদের। বুধবার (২৭ মার্চ) এক বিবৃতিতে হাথুরুসিংহের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কী কারণে তিনি দলের সঙ্গে থাকছেন না সেটি তারা খোলাসা করেনি। ব্যক্তিগত কারণে হাথুরুসিংহে অস্ট্রেলিয়ায় যাবেন বলে জানিয়েছে বোর্ড। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে চট্টগ্রামে। ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন। দ্রুতই তাকে বাংলাদেশ ছেড়ে যেতে হচ্ছে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব সামলাবেন। এ ছাড়াও হাথুরুসিংহে ঠিক কী কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন তা না জানালেও তার গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিসিবি। লঙ্কানদের বিপক্ষে চলমান এই সফর শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর নাজমুল হোসেন শান্ত’র দল ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। আর টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। 
মোস্তাফিজের উপর আনা গাঙ্গুলীর অভিযোগকে ভুল প্রমাণ করলেন ধোনি
গত বছর ঢাক-ঢোল পিটিয়ে বিশেষ বিমানে করে মোস্তাফিজকে আইপিএল খেলতে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ধারণা করা হয়েছিল, দিল্লির জার্সিতে নিয়মিত সুযোগ পাবেন এই টাইগার পেসার। কিন্তু বাস্তবতা ছিল তার উল্টোটা। ফিজকে একাদশে সুযোগ না দেওয়ার কারণ হিসেবে ফিল্ডিং ডিরেকশনের ঘাটতিকে দায়ী করেছিলেন দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলী। সৌরভ বলেছিলেন, মোস্তাফিজের ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে। কারণ, প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোঁচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে। কিন্তু ঠিক জায়গায় ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। এই দিক দিয়ে তাকে উন্নতি করতেই হবে। তবে চলতি আইপিএলে চেন্নাইয়ের ম্যাচে দেখা গেল বিপরীত চিত্র। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির মতো একজন থাকার কারণেই কি না রীতিমত বদলে গেলেন দ্য ফিজ। চেন্নাইয়ের ইনিংসে ফিজ আর ধোনির এমন রসায়ন মনে ধরেছে ক্রিকেট বিশ্লেষকদের মাঝেও।  ধোনি আর মোস্তাফিজের এমন রসায়ন নিয়ে  কথা বলেছেন সাবেক কিউই পেসার মিচেল ম্যাকলেনাঘান। গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের দাপুটে জয়ের পর তিনি বলেন, ধোনিকে দেখে অনেক নির্ভার মনে হয়েছে। মোস্তাফিজ যখন বোলিং এলো, ধোনিকে নানা কিছু জিজ্ঞেস করছিল। চেন্নাই ও ভারতের ক্রিকেটকে এভাবেই দিনের পর দিন ধোনি সার্ভিস দিয়ে আসছে। গত দুই ম্যাচেই ধোনি একাধিকবার বোলিং এর সময় কথা বলেছেন মুস্তাফিজের সঙ্গে। বিষয়টি মনে ধরেছে রোহান গাভাস্কারের। ভারতের ঘরোয়া ক্রিকেটের এই কিংবদন্তি বলেন, এক হলো নিজের অভিজ্ঞতা, আরেকটা দলের অভিজ্ঞতা। সে ধোনির সাথে পরামর্শ করছে। ভাই, আমার মনে হয় এই পিচে এভাবে করলে ভালো। সাথে নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে।  মোস্তাফিজের সাফল্য নিয়ে তিনি আরও বলেন, ভ্যারিয়েশনেই মোস্তাফিজ বাজিমাত করছে। কোন ভ্যারিয়েশন, কীভাবে করছে এসবের উপর নির্ভর করে। প্রথম ম্যাচ বা এই ম্যাচে মোস্তাফিজের পারফরম্যান্স হলো অভিজ্ঞতার খেলা। 
জাতীয় দলে ফিরেই সাকিবের ফিফটি
বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে প্রায় চার মাস পর দেশের জার্সিতে মাঠে নামবেন তিনি।  ম্যাচে নামার আগে ঘরোয়া ক্রিকেটে (ডিপিএলে) নিজেকে ঝালিয়ে নিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন তিনি। শুরু দিকে ম্যাচ না খেললেও জাতীয় দলের জন্য নিজেকে ফিট করতে ডিপিএলকে বেঁছে নেন সাকিব। এরপর চট্টগ্রাম টেস্টের দলে জায়গা করে নেন। দল ঘোষণার পর দিনই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬৫ বলে ৫৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বুধবার (২৭ মার্চ) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে  প্রথম উইকেট পতনের পরই ব্যাট হাতে ক্রিজে আসেন সাকিব। শুরু থেকেই বেশ দেখেশুনে এগোতে থাকেন। সময়ের সাথে সাথে নিজের ব্যাটকে আরও শানিত করেন। একসময় তুলে নেন চলতি ডিপিএলে নিজের প্রথম অর্ধশতক।  এরপর আর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি তারকা এই ক্রিকেটার। ব্যক্তিগত ৫৩ রানে থাকা অবস্থায় গাফফারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। নির্ধারিত ওভারে ২৩৩ রান সংগ্রহ করে তার দল শেখ জামাল। আগের ম্যাচে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছিল ৩৪ রান। সব ঠিক থাকলে আগামীকাল চট্টগ্রামে দলে সঙ্গে অনুশীলন করবেন সাকিব। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর এই টেস্টে ঘুরে দাঁড়াতে চাই টাইগাররা।