সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইবি ছাত্রলীগ নেত্রী, ‘নো কমেন্টস’ 

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৩৩ পিএম


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইবি ছাত্রলীগ নেত্রী, ‘নো কমেন্টস’ 
ছবি : আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ক্যাম্পাসে আসেন অভিযুক্তরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটির ডাকে সকাল ৯টায় সময় গোপনে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। 

বিজ্ঞাপন

এ সময় তাদের কঠোর নিরাপত্তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে নিয়ে যাওয়া হয়। পরে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুমকে প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ড. রেবা মণ্ডলের ব্যক্তিগত কক্ষে নেওয়া হয়। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর ড. মুর্শিদ আলম ও কমিটির সদস্য সচিব একাডেমিক শাখার উপরেজিস্ট্রার আলীবদ্দীন খান উপস্থিত ছিলেন। 
জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দেড়টায় অভিযুক্তরা আহ্বায়কের কক্ষ থেকে বের হয়। পরে শেখ হাসিনা হল কর্তৃক গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকেও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা সাংবাদিকদের বলেন, ‘তদন্ত কমিটির সঙ্গে প্রথমে একবার কথা হয়েছে। তারপর চার পৃষ্ঠা লিখিত দেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কে তদন্ত কমিটি জানতে চেয়েছেন। তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমেই সব কিছু জানতে পারবেন। হলের ঘটনার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী বলেন, ‘নো কমেন্ট।’ 

ঘটনার সঙ্গে জড়িত তাবাসসুম বলেন, ‘যা বলার তদন্ত কমিটিকে বলে দিয়েছি। এর বাইরে কিছু বলতে চাই না। 

তদন্ত কমিটির আহ্বায়ক ড. রেবা মণ্ডল বলেন, তদন্তে কি পেলাম সেটা জনসম্মুখে বলা যাবে না। তদন্ত কমিটির কাজ সুষ্ঠুভাবে করার জন্য এ সব বাইরে প্রকাশ করার বিধান নেই। তদন্ত কার্যক্রমের অনেক অগ্রগতি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করার চেষ্টা করব।’ 

বিজ্ঞাপন

হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি : হাইকোর্টের নির্দেশে সোমবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। কমিটিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইবির সহকারী প্রক্টর শাহাবুব আলমকে রাখা হয়েছে। 

শাহাবুব আলম জানান, আমাদের তদন্ত কার্যক্রম চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম শেষ করতে পারব বলে আশা করছি। 

এদিকে সোমবার বিকেল পাঁচটার দিকে তদন্ত কমিটির ডাকে ফের ক্যাম্পাসে আসে ভুক্তভোগী। এ সময় প্রক্টরের অফিসে তার সঙ্গে কথা বলেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

ভুক্তভোগী বলেন, ‘আমার শারীরিক অবস্থা তেমন ভালো না। তবুও তদন্তের স্বার্থে ক্যাম্পাসে এসেছি। আমার প্রতিবাদ জারি থাকবে। ক্যাম্পাসে অন্য মেয়ের সঙ্গে এমন ঘটনা থাকলে আমি প্রতিবাদ করবই।’ 

জিয়া পরিষদের মানববন্ধন: ছাত্রী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোমবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। 

পরিষদের সভাপতি ড. তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক ড. ইদ্রিস আলী, পরিষদের সাবেক সভাপতি ড. নজিবুল ইসলাম, সাদা দলের আহবায়ক ড. এ কে এম মতিনুর রহমান, গ্রিন ফোরামের নেতা ড. মোস্তাফিজুর রহমানসহ বিএনপিপন্থী শিক্ষক ও কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন। 

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে নবীন ছাত্রীর পর নারকীয় অত্যাচারের ঘটনায় আমরা লজ্জিত। স্বাধীনতা আজকে বস্ত্রহারা। বাংলাদেশের মূল রোগ গণতন্ত্রহীনতা। বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হলে রোগের সমাধান হয়ে যাবে। নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, যাতে কেউ এমন কর্মকাণ্ডে জড়িত হওয়ার সাহস না দেখায়।

ছাত্র ইউনিয়নের মৌন প্রতিবাদ : ছাত্রী নির্যাতনের ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে সোমবার প্রশাসন ভবনের সামনে মৌন প্রতিবাদ করেছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। এ সময় ঘটনার পর আটদিন চলে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা। 

এর আগেও সংগঠনটি বিক্ষোভ মিছিল করে। এ ছাড়াও শাখা ছাত্র মৈত্রী ও ছাত্রদল নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের তাবাচ্ছুমসহ কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ কর্তৃক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। বিষয়টি হাইকোর্টের নজরে আসার পর কুষ্টিয়া জেলা প্রশাসককে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এ ছাড়া ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্ত সানজিদা ও তাবাসসুমকে ক্যাম্পাসের বাইরে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পরে ১৭ ফেব্রুয়ারি হল ছেড়ে চলে যান অভিযুক্তরা। এরপর ১৮ ফেব্রুয়ারি তদন্ত কমিটির ডাকে বাড়ি থেকে ক্যাম্পাসে আসে ভুক্তভোগী। কঠোর নিরাপত্তায় তাকে ক্যাম্পাসে প্রবেশ করায় কর্তৃপক্ষ। ভুক্তভোগীর থেকে সেই রাতের বর্ণনা শোনেন এবং ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission