• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo
দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে: নুর
অন্যায় ঠেকাতে জেলা-উপজেলায় গ্রুপ করা হবে: সারজিস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্যায় ও অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা-উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। কোথাও যদি অন্যায় হয়, কোথাও যদি কাজের জন্য টাকা চায় বা হয়রানি করে তখন ওই প্রতিনিধিকে আপনারা জানাবেন। যদি সেই ব্যক্তি অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার হয়, আমরা তা নেব। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি। এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায়, আমরা করবো।  তিনি বলেন, বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া আর কিছুই হয় নি। একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক সেটা কিভাবে আদায় করা যায় আমরা প্রাণপণ চেষ্টা করবো। পঞ্চগড়কে নিয়ে অনেক ইচ্ছে ও স্বপ্ন আছে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, আশা করি সব সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। পঞ্চগড়ে করতোয়া নদীর পাশে জেলা প্রশাসকের ডিজাইনে একটি ২৩ তালা ওয়াচ টাওয়ার হবে। এ বছরেই এই টাওয়ারটা হবে, যেটা হবে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় ওয়াচ টাওয়ার। এটা থেকে পুরো পঞ্চগড়সহ তেঁতুলিয়া দেখা যাবে।  তিনি আরও বলেন, এমন কিছু করতে হবে যা দেখতে পুরো বাংলাদেশ থেকে মানুষ পঞ্চগড়ে আসে। এতে জেলায় কর্মসংস্থান বাড়বে। জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, আমরা একটা জিনিস মনে করি, মানুষের ক্ষমতা ও টাকা আজ আছে, আগামীকাল নেই। কেউ যদি কিছু একটা করে যায়, সে আগামী ১০০ বছর রয়ে যাবে। আর টাকা দিয়ে কখনও সম্মান কেনা যায় না। শুধু দোয়া করবেন আমার জন্য, এটাই চাওয়া। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা জজ আদালতের গভর্নমেন্ট প্লিজার (জিপি) আব্দুল বারী, অ্যাডভোকেট খলিল হোসেন, গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপুসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/আইএম
ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা আটক
ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
তিন দিন পর বিয়ে, সড়কে প্রাণ গেল হুমায়ুনের
নাশতা করে বাড়ি ফিরছিলেন ৩ মোটরসাইকেল আরোহী, চাপা দিলো বাস
চট্টগ্রামের মীরসরাইয়ে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মায়ানী বড়ুয়াপাড়ার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)। মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন বলেন, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ৩ জন মোটরসাইকেলে সুফিয়া রোডে একটি হোটেলে নাশতা করতে যান। নাশতা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাসচাপায় ঘটনাস্থলে ৩ জন মারা যান। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন।  মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, আজ শুক্রবার ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরটিভি/এএএ/এস
কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল গ্রেপ্তার
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।  শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর কুমিল্লা ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর মোঘলটুলি এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। এ ছাড়া আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান বলেন, ২৩ বীরের সাহসী ও দ্রুত পদক্ষেপের ফলে কবির শিকদারকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। কবির শিকদারের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কবির শিকদারের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা রয়েছে। আরটিভি/এএএ/এস
পাইকগাছায় সড়কে বেপরোয়া খড়বোঝাই নছিমন, ঘটছে দুর্ঘটনা
আমন মৌসুম শেষে পাইকগাছার বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে অবাধে চলছে খড়বোঝাই নছিমন। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত এক সপ্তাহের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনা রোধসহ নিরাপদ সড়ক নিশ্চিত করতে নছিমন চালকদের সতর্ক করার পাশাপাশি জনসচেতনতায় কাজ করছে পুলিশ ও নিসচা।  জানা গেছে, পাইকগাছা ও কয়রা উপজেলা এবং এর আশপাশ এলাকা কৃষি অধ্যুষিত হওয়ায় প্রতি বছর আমন মৌসুমে প্রচুর পরিমাণে আমনের আবাদ হয়ে থাকে। মৌসুম শেষে এলাকার খড় বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছর ও এলাকার ধানের খড় চলে যাচ্ছে অন্যান্য এলাকায়।  কয়রার আমাদী, মহেশ্বরীপুর, বামিয়া এবং পাইকগাছার গড়ইখালী ও চাঁদখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ধানের বিচুলি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ক্রয় করে তাদের নিজের এলাকায় নিয়ে যাচ্ছে। এসব বিচুলির বেশির ভাগই সাতক্ষীরা ও যশোরসহ অন্যান্য এলাকায় যায় বলে জানিয়েছেন এলাকাবাসী। এ সমস্ত খড় পরিবহন করা হয় পিকআপ এবং নছিমনে। যার বেশির ভাগ বহন করা হয় নছিমনে। পিকআপের কারণে তেমন কোন সমস্যা না হলেও নছিমনের কারণে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কের চলাচল। দিনে এবং রাতে প্রতিদিন শত শত খড়বোঝাই নছিমন চলছে এলাকার সড়ক গুলোতে। নছিমনের দুই পাশে এতটাই প্রস্থ বাড়িয়ে খড় সাজানো (লোড দেওয়া) হয়। নছিমনের সামনে পিছনে কিছুই দেখা যায় না।  নিরাপদ সড়ক নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, নছিমনগুলোতে অতিরিক্ত লোড দেওয়া হয় খড় এবং দুই পাশে বাড়িয়ে এমনভাবে সাজানো হয় নছিমন অতিক্রম সময় কিছুই দেখা যায় না। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।  নছিমন চালকদের বেপরোয়া গতির কারণে সড়কে যানবাহনসহ পথচারীরাও চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বলে জানান, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।  নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলাম জানান, গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছে এবং অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সর্বশেষ গত সোমবার বিকেলে উপজেলার গদাইপুর ফুটবল মাঠ-সংলগ্ন এলাকায় প্রধান সড়কে খড়বোঝায় নছিমন অতিক্রম করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়।  এ ঘটনার পর খড়বোঝাই নছিমন চলাচলের বিষয়টি ভাবিয়ে তুলেছে সবাইকে। এ ব্যাপারে একদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়ে সচেতন মহল। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে থানা পুলিশ কাজ করছে। এ ছাড়া দুই পাশে না বাড়ানো সহ অতিরিক্ত খড়বোঝাই না দেওয়ার জন্য নছিমন চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, দুর্ঘটনা রোধে সড়ক আইন মেনে নিরাপদে চলাচলের জন্য সকলের প্রতি আহ্বান জানান। আরটিভি/এএএ/এস
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যাম বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ জন্য নৌ-দুর্ঘটনা এড়াতে শুক্রবার সকাল সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল ৯টা ৫ মিনিটের দিকে কুয়াশা কমে যাওয়ার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে। আরটিভি/এএএ/এস
গোপালগঞ্জে গাড়িচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর 
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন।  শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরও সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুরের রস খেতে যাচ্ছিল। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনও গাড়ি তাদের চাপা দিয়েছে। তিনি আরও বলেন, যদিও আমরা খবর পেয়েছি, সকাল সাড়ে ৭টার পর কিন্তু দুর্ঘটনা ঘটেছে আরও আগে সকাল ৬টার দিকে। স্থানীয়রা সড়কের পাশে তিন জনসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে আমাদের জানিয়েছেন। পরে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা ঘাতক বাহনটিকে শনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আরটিভি/এএএ 
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ২টি ফেরি। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন।  বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোর ৫টা থেকে কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ২টি ফেরি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। আরটিভি/এএএ/এস
তাবলীগ জামাতের সংকট নিরসনের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
তাবলীগ জামাতের সাদপন্থী ও জোবায়ের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজের আগে কুড়িগ্রাম জেলার সচেতন ছাত্র সমাজের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সচেতন ছাত্র সমাজের পক্ষে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসমাইল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান, ছাত্রনেতা ইফতে খাইরুল, কারমাইকেল কলেজের শিক্ষার্থী আমান প্রমুখ। বক্তারা বলেন, তাবলীগ জামাত মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। তারা একে অপরের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য বা কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। তা না হলে, পূর্বে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ছাত্র সমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে আরও জোরালোভাবে পালন করা হবে বলে হুমকি দেন তারা। আরটিভি/এএএ/এস