ছাত্রসমাবেশ থেকে যে শপথ নিলো ছাত্রলীগ

আরটিভি নিউজ

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ , ০৬:০৬ পিএম


ছাত্রসমাবেশ থেকে যে শপথ নিলো ছাত্রলীগ

ছাত্রজনতার মিছিল, স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান। ঐতিহাসিক এ উদ্যান পরিপূর্ণ হয়ে জমায়েত ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত। এই ছাত্রসমাবেশ থেকে শপথ নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে হাত তুলে শপথ পাঠ করান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শপথবাক্যে বলা হয়, আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্বপুরুষের পবিত্র রক্তেভেজা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নব রূপায়নের রূপকার বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ়চিত্তে শপথ করিতেছি যে, তারুণ্যের স্বপ্নের স্বদেশ, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আপসহীন, অক্লান্ত, আমৃত্যু সদা-সর্বদা সচেষ্ট থাকব। আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানবো। তরুণ লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী সকল শক্তিকে ধ্বংস করবে। বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মর্যাদাশালী করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে এ দেশের তরুণ প্রজন্মকে কেউ দাবায়ে রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission