• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo
পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ
ড. কামালকে ইমেরিটাস সভাপতি করে গণফোরামের কমিটি ঘোষণা
ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি করে গণফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলন শেষে এ ঘোষণা করা হয়। এ ছাড়া নির্বাচনী কমিটি সর্বসম্মতিক্রমে মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি এবং ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট গণফোরামের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সভাপতি পরিষদ সদস্য এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মেজবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, ফজলুল হক সরকার, সেলিম আকবর, সুরাইয়া বেগম, হারুনুর রশিদ তালুকদার, শ্রী রতন ব্যানার্জি, আব্দুল হাসিব চৌধুরী, আবুল হাসনাত, নিলেন্দু দেব, গোলাম হোসেন আবাব, কাজী মেজবাহ উদ্দিন, মোহাম্মদ আলী বাদল, কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান, সম্পাদক পরিষদ আয়ুব খান ফারুক, অধ্যক্ষ মো.ইয়াছিন, লতিফুল বারী হামিম, রফিকুল ইসলাম পথিক, মুহাম্মদ রওশন ইয়াজদানী, এ কে এম রায়হান উদ্দিন, আলীনূর খান বাবুল, শরীফুল ইসলাম সজল, মো. নাজমুল ইসলাম সাগর, মামুনূর রশিদ মামুন, মির্জা হাসান, মুহাম্মদ উল্লাহ মধু, আব্দুল হামিদ মিয়া, বিশ্বজিৎ গাঙ্গুলী, মোশারফ হোসেন তালুকদার, তাজুল ইসলাম, রনজিদ সিকদার, আজিজুর রহমান ভূঁইয়া মজনু, সানজিদ রহমান শুভ, আজাদ হোসেন, প্রভাষক বকুল ইমাম, মোমেনা আহমেদ মুমু, খনিয়া খানম ববি, মো. আশরাফুল ইসলাম, তৌফিকুল ইসলাম পলাশ, মো.আলী লাল, মো. সাইফুল ইসলাম, মো মজিবুর রহমান শিবলু, মাহফুজুর রহমান মাসুম ও ফারুক হোসেন। এর আগে, এদিন সকাল ১০টায় গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।  উদ্বোধনী অধিবেশন শেষে বিকেল ৩টায় মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে উত্থাপিত সাংগঠনিক প্রস্তাব, রাজনৈতিক প্রস্তাব ও অর্থবিষয়ক প্রস্তাবের ওপর বিভিন্ন জেলা ও উপজেলা আলোচনা হয়। আরটিভি/আরএ
নারীদের দিকে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না: জামায়াত আমির
ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া উচিত সরকারের: খন্দকার মোশাররফ
যারা ১৬ বছরে রাস্তায় নামেননি, এখন তারা নামছেন: খসরু
লন্ডনের পথে মির্জা ফখরুল
রামপুরায় থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গুলিবিদ্ধ
রাজধানীতে রামপুরায় মাদক ব্যবসায়ীদের গুলিতে থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল আমিন (৩৫) আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে কমিশনার গলিতে এ ঘটনা ঘটে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।  আল আমিন রামপুরা টিভি ভবনের পেছনের কমিশনার গলির নুরুল হক মিয়ার ছেলে। আহত ব্যক্তির ভাই মো. রাইহান বলেন, আমার ভাই মো. আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আমাদের এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের পুলিশ ধরতে গেলে তারা দৌড়ে পালাতে থাকে। এ সময় আমার ভাই এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরতে গেলে গুলি করে তারা পালিয়ে যায়। এতে ভাইয়ের ডান কাঁধের পাশে গুলি লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সন্ধ্যা সাতটার দিকে রামপুরা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানতে পেরেছি মাদক ব্যবসায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন আল আমিন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। আরটিভি/কেএইচ
জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে: নুর
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (ভিপি নুর) বলেছেন, দেশের জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে। সরকার বিচারব্যবস্থার মাধ্যমে সেই পদক্ষেপ নেবে।  শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের হাজি কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, নতুন সরকার গঠিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় এখনো নিয়ন্ত্রণে আসেনি। যখন নানা ধরনের সংকট তৈরি হয়, তখন রাজনৈতিক দলের নেতা ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাদের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয়। ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে নতুন সরকার গঠিত হয়েছে মন্তব্য করে নুরুল হক বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের ফলে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা চাই না আগামীতে এ রকম কোনো স্বৈরশাসন গড়ে উঠুক, যারা জনগণের ওপর নির্যাতন-নিষ্পেষণ চালাবে। তিনি আরও বলেন, আমরা চাই না আগামীতে এ রকম কোনো স্বৈরশাসন গড়ে উঠুক, যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রহসন করবে, সব জায়গায় দলবাজি করবে। দলীয় লোক ছাড়া অন্য কোনো লোক বিচার পাবে না। সরকারি কোনো সুযোগ-সুবিধা পাবে না।  ডাকসুর সাবেক এই ভিপি বলেন, মানুষ চায় বিগত সরকারের আমলে যেমন দেশ চলেছে, আগামীর বাংলাদেশ যেন তেমন না চলে। স্বৈরাচারী ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে, সে জন্য তারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র চান, যা জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে।  তিনি আরও বলেন, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সংসদ সদস্য বানান। তারা জনগণের দাবি পূরণে কাজ করবেন। পটপরিবর্তনের ফলে মানুষ নতুন স্বপ্ন দেখছে। আগামীর বাংলাদেশকে তারা নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছেন।  নুরুল হক বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ভিপি হয়ে সারা দেশের ছাত্র ও তরুণদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে গড়ে তুলতে কাজ করেছি। নিজেদের আপসহীন লড়াই-সংগ্রামের কারণে আজ সারা দেশের মতো আন্তর্জাতিকভাবে একটি অবস্থা তৈরি হয়েছে।  সংবর্ধনা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলার আহ্বায়ক হাফিজুর রহমান সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাঈমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/কেএইচ/এআর
ভারতে মুসলমানরা নির্যাতিত হলে প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান
ভারতে মুসলমানদের ওপর নির্যাতন হলে এখন থেকে প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীতে মৌন মিছিল পূর্ববর্তী সময়ে দলটির সদস্য সচিব ফারুক হাসান এ কথা বলেন।  তিনি বলেন, হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ করার ষড়যন্ত্র করছে ভারত। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। হিন্দুদের প্রতি আহ্বান জানিয়ে ফারুক হাসান বলেন, ভারত বা আওয়ামী লীগের প্ররচনায় উশৃঙ্খল আচরণ করবেন না। এতে হিন্দু-মুসলিম সবাই ক্ষতিগ্রস্থ হবে।  এ সময় ধর্ম বিবেচনা না করে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের আনার দাবি জানান তিনি। একইসঙ্গে শনিবার (৩০ নভেম্বর) বাদ জহর বায়তুল মোকাররমে তাকবির মিছিল কর্মসূচির ঘোষণা করেন ফারুক হাসান। কর্মসূচিতে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণনেতা থোয়াইং চিং মং চাক, আবুল কালাম, আব্দুলাহ, মোজাম্মেল মিয়াজী, আরিফবিল্লাহ, ফায়সাল আহমেদ, সোহাগ আফ্রিদিসহ অনেকেই উপস্থিত ছিলেন। আরটিভি/আরএ/এআর
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন অভিমুখে হেফাজতের লংমার্চের ডাক
বাংলাদেশ নিয়ে চক্রান্তের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে ভারতীয় হাইকমিশন কার্যালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামে এক প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার এ ঘোষণা দেন। তিনি বলেন, চট্টগ্রামে অবস্থিত ভারতীয় হাই কমিশনার (সহকারী) অফিস অভিমুখে আগামী সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় লংমার্চ হবে। আমাদের সমাবেশ শান্তিপূর্ণ হবে। পরে আমাদের প্রতিনিধিরা তৌহিদী জনতার পক্ষ থেকে দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেবেন। হারুন ইজাহার বলেন, শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে বিদায় করার পর এদেশের বেশিরভাগ হিন্দু সংগঠন ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে।  তিনি বলেন, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অনেকেই হিন্দুদের মন্দির পাহারা থেকে শুরু করে সুরক্ষার সব ব্যবস্থা গ্রহণ করেছিল। অতি উদারতা দেখাতে পূজামণ্ডপেও গিয়েছিল অনেকে, যেটা আমরা সমর্থন করি না। এত উদারতা দেখানোর পরও তারা আমাদের ভাইকে জবাই করে হত্যা করল। হিন্দু সংগঠনের নেতাদের উদ্দেশে হেফাজত নেতা বলেন, আপনাদের বিভিন্ন সংগঠনে যেসব সন্ত্রাসী ঘাপটি মেরে রয়েছে তাদেরকে আপনারাই চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।  আমাদের মূল লড়াই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে নয় জানিয়ে হারুন ইজহার বলেন, আমাদের লড়াই দিল্লির সঙ্গে। দিল্লি বাংলাদেশে কুকুর লেলিয়ে দিয়েছে। কুকুরের সঙ্গে কোনো বোঝাপড়া নেই। তিনি আরও বলেন, হিন্দুস্তান আমাদের দেশে প্রথম আলো, ডেইলি স্টারকে চাপিয়ে দিয়েছে। হিন্দুস্তান ষড়যন্ত্র অব্যহত রাখলে আমরাও হিন্দুস্তানের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক আগ্রাসন অব্যহত রাখব। আরটিভি/আরএ/এআর
জুলাই বিপ্লবের পরিবর্তনকে মেনে নিতে পারছে না ভারত: রিজভী
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে যে পরিবর্তন সূচিত হয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারত তা কোনভাবেই মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ভারত আমাদের স্বার্থে কখনোই কাজ করেনি। বাংলাদেশ মরে যাক, ধ্বংস হোক—তাতে তাদের কিছু আসে যায় না। এটি হচ্ছে দিল্লির ঘোষিত নীতি।  তিনি বলেন, শেখ হাসিনা থাকলে তাদের অনৈতিক নীতি বাস্তবায়ন করতে কোনো বিঘ্ন হতো না। শেখ হাসিনার পতনে এ দেশের গণতন্ত্রমনা মানুষ, জাতীয়তাবাদী শক্তি কিছুটা স্পেস পেয়েছে, বিশুদ্ধ বাতাস নিতে পারছে, গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এসেছে—এই জিনিসগুলো পার্শ্ববর্তী রাষ্ট্রের ভালো লাগছে না। বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশ তার নিজস্ব মেরুদণ্ডের ওপর ভর করে দাঁড়াক, তা কখনোই পার্শ্ববর্তী রাষ্ট্র চায়নি; আর চায়নি বলেই তারা শেখ হাসিনার পতনকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তাদের জন্য তারা বিলাপ করছে, আটক হলে আক্ষেপ করছে, প্রতিবাদ করছে।  ইসকনের দাবি ও তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দেশের ইতিহাসের এক নিষ্ঠুর ঘাতক সরকারের পতনের পর থেকে ইসকনের অস্বাভাবিক তৎপরতা দেখা যাচ্ছে বাংলাদেশে। তাদের বৈধতা আছে কি না, এ সম্পর্কেও দেশের মানুষ অবহিত নয়। তাদের একজন নেতা, যার বিতর্কিত আচার-আচরণের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অন্য দেশের বিবৃতির ঘটনা বিরল। চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করে রিজভী বলেন, বাংলাদেশে লুট, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুনসহ ভয়ংকর অভিযোগে অনেককেই গ্রেপ্তার করা হয়ে থাকে। চিন্ময় বাংলাদেশের নাগরিক। তিনি অন্যায় করলে আইন অনুযায়ী বিচার হবে। আর নির্দোষ হলে খালাস পাবেন। কিন্তু বাংলাদেশের একজনের মুক্তির জন্য অন্য দেশের বিবৃতির ঘটনা বিরল। তিনি বলেন, ছাত্রলীগের খুনিরা যখন বিশ্বজিৎ দাসকে ধাওয়া করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল, সাবেক মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করল, নিপুণ রায়কে রাস্তায় ফেলে মাথা ফাটিয়ে দিল, তখন তো পার্শ্ববর্তী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবাদ করতে দেখলাম না। তারাও তো হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা যখন দেশে দুঃশাসন কায়েম করেছিল, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করল, বাংলাদেশে ইসকন নামে ভুঁইফোড় সংগঠনটিকে কখনো দেখিনি একটি বিবৃতি দিতে। অথচ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের তৎপরতা উদ্বেগজনক, যা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। সেই সংগঠনের একজন নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে অন্য দেশ বিবৃতি দিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কি আছে? তিনি আরও বলেন, ভারতের ঔদ্ধত্যপূর্ণ বিবৃতিতে প্রমাণিত হয়, তারা বিশেষ কোনো মহলকে মদদ দিচ্ছে এবং বাংলাদেশে বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে, সে পরিবর্তনকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আরটিভি/এসএইচএম  
বাংলাদেশ নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ নিয়ে এখন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। ফলে আমাদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের সি-শেল রিসোর্টে এক প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই। ভোগে নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মন সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।’ সাবেক ছাত্র নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুন না কেন আমাদেরকে দ্বিন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারণ করতে হবে। কোনোভাবে যেন তা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন।’ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক বিল্লাহ প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন। আরটিভি/এসএপি/এআর  
শনিবার লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (৩০ নভেম্বর) লন্ডন যাচ্ছেন। সেখানে ১০ দিন অবস্থান শেষে ১১ ডিসেম্বর ঢাকায় ফিবরেন।   শুক্রবার (২৯ নভেম্বর) দলীয় এক সূত্রে এ তথ্য জানা গেছে।  বিএনপির ওই সূত্রটি জানিয়েছে, মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন। সফরকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তিনি দেখা করবেন বলে জানা গেছে। বিএনপির অন্য একাধিক সূত্র থেকে জানা গেছে, ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে বিএনপি। সরকারের সংস্কারের উদ্যোগেও সহযোগিতা করছে দলটি। তবে, ১০০ দিন পার হলেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ দেয়নি। এ নিয়ে বিএনপির ভেতরে বিভিন্ন আলোচনা রয়েছে। কারণ, তারা শুধু নির্বাচনব্যবস্থা-সম্পর্কিত সংস্কার শেষ করেই দ্রুত ভোট চাইছে। দলগতভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে বিএনপি। একইসঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব দল ও জোট তাদের সঙ্গে ছিল, সেই মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায় দলটি। এ ছাড়া জামায়াতে ইসলামীসহ অন্য ইসলামি দলগুলোর অবস্থান কী হয়, সেদিকেও নজর রেখেছেন তারা। এমন এক প্রেক্ষাপটে লন্ডন যাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সূত্রগুলো বলছে, এই সফরে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তার দেশে ফেরার পর ১৩ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসন প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন। আরটিভি/এসএইচএম/এআর