উগ্রবাদীরা ফের সক্রিয় হতে ষড়যন্ত্র করছে

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭ , ০৭:৪২ পিএম


উগ্রবাদীরা ফের সক্রিয় হতে ষড়যন্ত্র করছে

আসছে নির্বাচনকে সামনে রেখে উগ্রবাদী গোষ্ঠীগুলো ফের সক্রিয় হবার ষড়যন্ত্র করছে। তাই সকলকে সোচ্চার থাকতে হবে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত ৭ মার্চ এর আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে ছাড়তে না পারলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে বিএনপি। নির্বাচনে অংশ নিতে জোর করার দরকার নেই। নিজের দরকারেই  নির্বাচনে আসতে হবে বিএনপিকে।

বিজ্ঞাপন

এদিকে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হওয়া আরেক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইতিহাস স্বীকার করে না। বিএনপি ক্ষমতায় গেলে ইতিহাস জবরদখল করে।  ৭ মার্চ এর ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এটিই ছিলো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। অথচ বিএনপি এটা উপলব্ধি করে না। আসলে এটা চেতনার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার, অনুভূতির ব্যাপার। যা বিএনপির নেই। বিএনপি ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি পালন করে না।

এমসি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission