যুব মহিলা লীগে আবারো নাজমা-অপু

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১১ মার্চ ২০১৭ , ০৪:৪৭ পিএম


যুব মহিলা লীগে আবারো নাজমা-অপু

যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নিবাচিত হলেন নাজমা আক্তার ও অপু উকিল। শনিবার বিকেলে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কাউন্সিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি পদে সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক পদে তাহেরা খাতুন লুৎফা দায়িত্ব পেয়েছেন। দক্ষিণের সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক পদে নিলুফা রহমানের নাম ঘোষণা করা হয়।

এর আগে শনিবার সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিজ্ঞাপন

২০০৪ সালের ৫ মার্চ সংগঠনটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৩ বছর পর এবার দ্বিতীয়বারের মত সম্মেলনের আয়োজন করা হয়।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission