গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটারধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় সকল পদেক্ষপ নেয়া হবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
আসছে ২২ মার্চ এ উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।
বুধবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রার্থীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, যেহেতু সুন্দরগঞ্জের এই নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের প্রথম জাতীয় নির্বাচন সেজন্য এই নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে এবং মূল্যায়ন করা হবে। এই নির্বাচনের মাধ্যমেই নির্বাচন কমিশন একটি ম্যাসেজ ছড়িয়ে দিতে চায়, যে শুধু এই নির্বাচন নয়, বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সব নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে।
সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার কবিতা খানম, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ ও সুন্দরগঞ্জ উপনির্বাচনের প্রার্থীরা।
গেলো বছর ৩১ ডিসেম্বর এমপি মঞ্জুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।এতে এ আসনটি খালি হয়।
জেএইচ