ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মো. মিজারুল কায়েসের মরদেহ রোববার রাতে ঢাকায় পৌঁছেছে।
সোমবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হবার রয়েছে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মরদেহ শহীদ মিনারে রাখা হবে।
রোববার রাত ১টা ১০ মিনিটে মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। সেখান থেকে মরদেহ মরহুমের বড় ভাই মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইমরুল কায়েসের বনানীর বাড়িতে নেয়া হয়।
জানা যায়, মিজারুল কায়েসের মরদেহের সঙ্গে তার স্ত্রী ও দুই মেয়ে ফিরছেন। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিতের পর মরদেহ মর্গে নেয়া হবে। পরদিন হেলিকপ্টারে নিজ গ্রাম কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নেয়া হবে মরদেহ। সেখানে জানাজা শেষে দুপুর ১২টার ঢাকায় আনা হবে। পরে বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
গেলো ১১ মার্চ ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজারুল কায়েস। ২০১৪ সাল থেকে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি রাশিয়া, যুক্তরাজ্য ও মালদ্বীপে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
এসএস