যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৬ মার্চ ২০১৭ , ০৫:৫৬ পিএম


যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রোববার সকালে শ্যামলীর মুক্তিযোদ্ধা টাওয়ারে প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শেখর ফুল ও মিস্টি পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও প্রটোকল অফিসার খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা পেয়ে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।
মুক্তিযোদ্ধা টাওয়ার-১’এ যুদ্ধাহত ৮০টি পরিবারের আবাসিক ফ্ল্যাট ও দোকান রয়েছে।


জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission