ঢাকা

জুরাইনে বাসায় গ্যাস পাইপের আগুনে ৩জন দগ্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৭ মার্চ ২০১৭ , ০৬:৩৪ পিএম


loading/img

রাজধানীর জুরাইনে বাসায় গ্যাস লাইন লিকেজ  থেকে আগুনে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জুরাইনের মুরাদপুরেরে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের লোকজন জানায়, বাড়ির মালিক গ্যাস লাইন মেরামত করতে গেলে তখন পাশে দাঁড়িয়ে দেখছিলো ছোট দু’ শিশু । সেসময় কে যেনো পানির মোটর ছাড়ে। এতে বৈদ্যুতিক আগুল লেগে যায়।  আর এতে তারা তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে  নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

তারা হলেন, মুরসালিন (৫৫), হাসান সোহান (৯) ও শাওন (৯)। এদের মধ্যে মুরসালিন  বাসার মালিক। হাসান ও শাওন ওই বাড়ির দু’ ভাড়াটিয়ার সন্তান।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আহতদের মধ্যে মুরসালিন ২৮ শতাংশ, হাসান ১৮ শতাংশ ও শাওন ২২ শতাংশ দগ্ধ হয়েছে।

আর/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |