সামিসহ চারজনের বিরুদ্ধে মামলা ফেরত দিলেন আদালত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ , ০৭:৫৯ পিএম


সামিসহ চারজনের বিরুদ্ধে মামলা ফেরত দিলেন আদালত
ফাইল ছবি

কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরায় রাষ্ট্র ও দেশের সরকারবিরোধী প্রতিবেদন প্রকাশ করায় প্রচারিত প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম খলিল ও জুলকারনাইন সামিসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। কিন্তু মামলাটি গ্রহণ না করে বরং ফেরত দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মামলাটি গ্রহণের ব্যাপারে আইনি শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, নথি পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে, মামলাটি দায়েরের ক্ষেত্রে নালিশকারীকে সরকার কর্তৃক কোনও রকম অথরিটি প্রদান করা হয়নি। এ কারণে নালিশকারী বরাবর মামলাটি ফেরত দেয়া হলো।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ, শায়ের জুলকারনাইন ওরফে সামি, নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল ও যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যান। মামলা করার পরদিন মামলাটি গ্রহণের বিষয় আদেশের জন্য ২৩ ফেব্রুয়ারি ধার্য করেন।

বিজ্ঞাপন


এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission