পারিবারিক সঠিক শিক্ষার অভাবে সন্তানরা বিপথে: আদালত

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০২ এপ্রিল ২০১৭ , ০৫:৪৫ পিএম


পারিবারিক সঠিক শিক্ষার অভাবে সন্তানরা বিপথে: আদালত

অভিভাকরা সঠিক শিক্ষা দিতে না পারায় উচ্চবিত্ত পরিবারের সন্তানরা বিপথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ব্লগার আহমেদ রাজিব হত্যা মামলার পর্যবেক্ষণে এসব কথা বলেন। 

আদালত প্রশ্ন তোলেন, মেধাবী শিক্ষার্থীরা কেনো বিপথে যাচ্ছে, জঙ্গি, সন্ত্রাসের সঙ্গে জড়াচ্ছে? বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে- যেসব ছেলেমেয়ে বিপথে যাচ্ছে তাদের অভিভাবকরা উচ্চশিক্ষিত। কিন্তু তারা সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারেন না। তাই সন্তানরা গোল্লায় যায়।

বিজ্ঞাপন

আদালত অভিভাবকদের উদ্দেশে বলেন, আমরা নিজেদের জীবনমান কীভাবে উন্নত করা যায় সেটা নিয়ে ব্যস্ত থাকি। সন্তানদের মানসিক অবস্থা, তারা কী করতে চায়, কোন বিষয়ে পড়তে চায়, তা না জেনে ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু চাপিয়ে দেই।

আদালত বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ থেকে শিক্ষার্থী ও সন্তানদের বাঁচিয়ে রাখতে প্রাথমিক শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। পরিবেশ, রাজনীতি, ধর্মীয় আচার-ব্যবহার, স্বাধীনতার ইতিহাস যথাযথভাবে শিশুদের শিক্ষা দিতে হবে।

আদালত পর্যবেক্ষণে আরো বলেন, আমরা এ মামলার সঙ্গে প্রাসঙ্গিক অনেক বিষয়ে খোঁজখবর এবং দু’ পক্ষের আরগুমেন্ট দেখেছি। প্রধান আসামি মুফতি জসিম বাদে বাকি সবাই মেধাবী শিক্ষার্থী। কিন্তু তারা কেনো বিপথে গেলেন? এর কারণ আমরা খুঁজে পাইনি। তবে মেধাবী শিক্ষার্থীদের বিপথে যাওয়ার জন্য অভিভাবকরা অনেকাংশে দায়ী।

বিজ্ঞাপন

আদালত বলেন, যদি কেউ ইসলাম এবং হজরত মুহাম্মদ (সা.) অথবা কোনো ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে তাহলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এইচটি/ এএইচসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission