• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু, সংঘর্ষ আজই
‘ট্র্যাব অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার রুহুল আমিন ভূঁইয়া। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে ‘মেগাস্টার’খ্যাত সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ট্র্যাব সভাপতি কাদের মনসুর ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি কামরুল হাসান দর্পণ এ পুরস্কার তুলে দেন। সাংবাদিকতায় অবদান রাখার জন্য বেস্ট রিপোর্টিং ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪ আরও পেয়েছেন— জাহিদ আকবর (ডেইলি স্টার), পান্থ আফজাল (বাংলাদেশ প্রতিদিন), ফয়সাল রাব্বিকীন (মানবজমিন), এ মিজান (খবরের কাগজ)। সম্মাননা প্রসঙ্গে রুহুল আমিন ভূঁইয়া বলেন, পুরস্কার শুধু একটি সম্মান নয়, অনুপ্রেরণাও। কাজের স্বীকৃতি পেয়ে ভীষণ ভালো লাগছে। আমাকে সম্মানিত করার জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই। রুহুল আমিন ভূঁইয়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০২৪-২৬ মেয়াদে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করুন। এর আগে ২০২২-২৪ মেয়াদে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরটিভি/এএ/
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯
হাইকমিশনে হামলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। বিশ্বের প্রতিটি দেশের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন যেকোনো দেশের নাগরিকের পবিত্র দায়িত্ব।  এর কোনো ধরনের অবমাননা সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার শামিল। কোনো দেশের পতাকা নিয়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা যেকোনো দেশের নাগরিকের জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে অত্যাবশ্যক। আরটিভি/এফএ
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর যাচাইয়ে ৫ সদস্যের কমিটি
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন উপসচিব মো. শাহীনুর ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্ত কমিটি গঠন করা হল। কমিটির সদস্যরা হলেন: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য (সভাপতি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর (সদস্য), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সদস্য) ও কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন  উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।  বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছ, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ পৃথকীকরণের মাধ্যমে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির বিষয়ে প্রস্তাবিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে এ কমিটি সমন্বয়পূর্বক মতামত দেবে। এর আগে, সোমবার (২ ডিসেম্বর) ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তরে সম্ভাব্যতা যাচাই’ কমিটি ঘোষণার দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ।  অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের অ্যাকাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। আরটিভি/একে
হাইকমিশনে হামলা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নিন্দা
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার নিন্দা জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংগঠনটির চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুন দে এক বিবৃতি এ নিন্দা জানান। বিবৃতিতে তারা বলেন, ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। হিন্দু সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্বপরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। তারা আরও বলেন, ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে-ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। আমরা আশা করব যে, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনকালে যে সকল নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন। আরটিভি/এফএ/এস
কোভিড নিয়ে নতুন গবেষণা, চাঞ্চল্যকর তথ্য দিলেন জার্মান গবেষকরা
সংক্রমণের পর বছরের পর বছর ধরে মানুষের মস্তিষ্কের খুলি ও মেনিনজেস বা মস্তিষ্ক আবরণকারী পর্দায় স্থায়ী হতে পারে কোভিড ভাইরাস। এটি মস্তিষ্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫ থেকে ১০ বছরে সুস্থ মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। জার্মান গবেষকদের নতুন গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জার্মানির বৃহত্তম বৈজ্ঞানিক সংস্থা হেলমহোল্টজ মিউনিখ ও মিউনিখ শহরে অবস্থিত পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় লুডভিগ-ম্যাক্সিমিলিয়ানস-ইউনিভার্সিট্যাটের (এলএমইউ) গবেষকরা জানিয়েছেন, SARS-CoV-2 স্পাইক প্রোটিন মানুষের মস্তিষ্কের প্রতিরক্ষামূলক স্তর মেনিনজেস ও মাথার খুলির অস্থিমজ্জায় সংক্রমণের ৪ বছর পর্যন্ত স্থায়ী হয়। এই স্পাইক প্রোটিনগুলো প্রভাবিত ব্যক্তিদের মধ্যে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে এবং নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ায়। হেলমহোল্টজ মিউনিখের ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্ট বায়োটেকনোলজিসের পরিচালক অধ্যাপক আলি এরতুর্ক জানিয়েছেন, দীর্ঘমেয়াদী স্নায়বিক প্রভাবগুলোর মধ্যে রয়েছে মস্তিষ্কের বার্ধক্য ত্বরান্বিত হওয়া। যার ফলে প্রভাবিত ব্যক্তিদের মধ্যে ৫ থেকে ১০ বছরে সুস্থ মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এছাড়াও গবেষণায় দীর্ঘ কোভিডের স্নায়বিক লক্ষণগুলোও উঠে এসেছে। যেমন দীর্ঘ কোভিডের প্রভাবে মাথাব্যথা, ঘুমের ব্যাঘাত ঘটা এবং ‘মস্তিষ্কের কুয়াশা’ বা জ্ঞানের দুর্বলতা থাকতে পারে। নতুন এই গবেষণায় SARS-CoV-2 স্পাইক প্রোটিন কীভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে তা বুঝতে গবেষকরা একটি অভিনব এআইচালিত ইমেজিং কৌশল তৈরি করেন। যার মাধ্যমে ভাইরাল প্রোটিনের একটি ত্রি-মাত্রিক ভিজ্যুয়ালাইজেশন সরবরাহ করা সম্ভব হয়। কোভিড-১৯ রোগী ও ইঁদুরের টিস্যু নমুনায় স্পাইক প্রোটিনের আগে শনাক্ত করা যায় না এমন তথ্যগুলো খুঁজে পেতে এই অভিনব এআইচালিত ইমেজিং কৌশল ব্যবহার করেন গবেষকরা। সেল হোস্ট অ্যান্ড মাইক্রোব জার্নালে প্রকাশিত এ সংক্রান্ত নিবন্ধটি পড়তে এখানে ক্লিক করুন। আরটিভি /এএ
বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের রিট শুনানি বুধবার
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি আগামীকাল বুধবার। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি সোমবার (২ ডিসেম্বর) হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয়েছে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্টদের।  রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, আগামীকাল বুধবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে। আমরা আদালতকে জানিয়েছি, এটা জরুরি বিষয়। জরুরি শুনানি করা দরকার। বিচারক এতে অনুমতি দিয়েছেন। এর আগে রিটকারী আইনজীবী বলেন, ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলাসহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। ভারতীয় চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতিবিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন। চ্যানেলগুলো কোনো আইন মানছে না। এসব কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ২৯ ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আরটিভি/এএইচ/এস
ই-কমার্সে ব্যতিক্রমী উদ্যোগের সূচনা
ই-কর্মাস প্রতিষ্ঠান পাইকারী.কম.বিডির ব্যতিক্রমী আয়োজন ‘মেম্বারশিপ প্রোগ্রামে’ গ্র্যান্ড লঞ্চিং সিরোমনি অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকার একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন বিনোদন জগতের তারকারা, তেমন আমন্ত্রিত হয়েছে উৎসুক ক্রেতাসাধারণ ও পাইকারি.কম.বিডির বর্তমান মেম্বাররাও। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তাদের এক ব্যতিক্রম উদ্যোগ মেম্বারশীপ প্রোগ্রামের শুভ সূচনা ঘোষণা করে। ‘বিনা লাভে পণ্য বিক্রি করা একটি প্রতিষ্ঠান’, এই শ্লোগানকে সামনে রেখে পরিচালিত হচ্ছে পাইকারি.কম.বিডি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা নাবির হোসেন  সূচনা বক্তব্যে সবিস্তারে ব্যখ্যা করেন, কেনো তার এই প্রতিষ্ঠান ব্যতিক্রমী এবং কেনোইবা এর মূলমন্ত্র বিনা লাভে পণ্য বিক্রি করা। তিনি বলেন, শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণের মেম্বারশিপ ফি দিয়েই যে কেউ পাইকারি.কম.বিডি-র মেম্বার হয়ে যেতে পারবে। আর শুধুমাত্র মেম্বারই এক্সক্লুসিভলি পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে বিনা লাভে বিক্রি হওয়া পণ্য কেনার সুযোগ। শুধুমাত্র এককালীন মেম্বারশিপ ফি প্রদান করেই একহস মেম্বার সারা বছর জুড়ে পাওয়া যাবে পাইকারি.কম.বিডি থেকে বিনা লাভে বিক্রিত পণ্য কেনার সুবিধা।  জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন নন্দিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিন। এসময় মেহজাবিন  বলেন, অনলাইনে কেনাকাটাতো সবাইকে করতেই হয়। আপনারাও নিশ্চয়ই করেন। কিন্তু অনলাইনে বিনা লাভে কেউ পণ্য বিক্রি করছে, এটা সত্যিই ব্যতিক্রম! পাইকারি.কম.বিডি-র প্রশংসা করতেই হয়। তাসনিয়া ফারিন বলেন, আমি এখন পর্যন্ত এমন কোনও প্রতিষ্ঠানের কথা শুনিনি যারা লাভ ছাড়া পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। পাইকারী.কম.বিডি গ্রাহকদের একটু স্বস্তি দেয়ার জন্য বিনা লাভেই পণ্য বিক্রি করছে। বিজ্ঞাপনী সংস্থা হেডকোয়ার্টার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইভেন্টটি সঞ্চালনা করেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা এফ এস নাইম। তাঁর সহযোগিতায় ছিলেন সারা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আলোচিত গায়ক আলী হাসান। 
বাংলাদেশের ওপর দিয়ে ব্যান্ডউইথ নিতে চায় ভারত, বিটিআরসির না
বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। সোমবার (২ ডিসেম্বর) বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি ভারতের এক প্রস্তাবের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।   বিটিআরসি সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামিট কমিউনিকেশন্স ও ফাইবার অ্যাট হোম এবং ভারতের টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেল এই দুই ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) কোম্পানি ব্যান্ডউইথ অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল। অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন না হলে এতদিনে হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত। ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় এটি টেলিযোগাযোগ বিভাগে পাঠায়। পরে তা যাচাই করতে বিটিআরসিতে পাঠানো হয়েছিল। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে টেরেস্ট্রিয়াল কেবল ল্যান্ডিং স্টেশন (টিসিএলএস) স্থাপন করার পরিকল্পনা ছিল সামিট ও ফাইবার অ্যাট হোমের। এর মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে সংযোগ দেওয়ার কথা ছিল, যার মাধ্যমে সেবা সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হওয়ার কথা ছিল। আর সীমান্তের টিসিএলএস থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে ব্যান্ডউইথ সেবা দেওয়ার কথা ছিল। এয়ারটেল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো হচ্ছে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড ও মেঘালয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক কর্মকর্তা বলেন, এই ট্রানজিটে বাংলাদেশের কোনও লাভই ছিল না। শুধুমাত্র সামিটের মুনাফা লাভ এবং ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই এই প্রকল্প নেওয়া হয়েছিল।  ভারতের লাভের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, ভারতের সেভেন সিস্টার্স থেকে চেন্নাই সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব সাড়ে ৫ হাজার কিলোমিটার, অন্যদিকে ওখান থেকে সিঙ্গাপুরের দূরত্ব আরও ৮ হাজার ৭০০ কিলোমিটার। এ ছাড়া দুর্গম পর্বতের কারণে দেশটির ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো ও রক্ষণাবেক্ষণ কঠিন ও ব্যয়বহুল। দীর্ঘ দূরত্বের কারণে ইন্টারনেট গতিও কম হতো। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট পেলে নেটওয়ার্কের দূরত্ব কমে যাবে ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং সিঙ্গাপুর পর্যন্ত ল্যাটেন্সি কমে যেত ৩৭ মিলিসেকেন্ড। আরটিভি/এসএপি